চাঁদপুরের মানুষ সংস্কৃতিমনস্ক ও অসাম্প্রদায়িক: রূপালী চম্পক
2022-11-18 10:15:44

আপন আলোয় ৯৫তম পর্বে অতিথি নজরুল সংগীত শিল্পী, প্রশিক্ষক ও সংগঠক রূপালী চম্পক

নজরুলসংগীত শিল্পী, প্রশিক্ষক ও সংগঠক রূপালী চম্পক। বাংলাদেশ বেতার ও টেলিভিশনে নজরুল ও আধুনিক গানে তালিকাভুক্ত সিনিয়র শিল্পী তিনি। লোকসংগীতেও তিনি সমান স্বচ্ছন্দ।

চাঁদপুরের সপ্তসুর সংগীত একাডেমীর অধ্যক্ষ রূপালী চম্পক। নজরুল সংগীত শিল্পী পরিষদ, চাঁদপুর শাখার সভাপতি তিনি। দায়িত্ব পালন করছেন সম্মিলিত সাংস্কৃতিক জোট ও জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদ, চাঁদপুর শাখার সহ-সভাপতি হিসেবে।

সংগীতসহ বিভিন্ন বিষয়ে পত্রপত্রিকায় নিয়মিত লেখালেখি করেন রূপালী চম্পক। সংগীতে অবদানের স্বীকৃতি হিসেবে জেলা শিল্পকলা একাডেমী সম্মাননা ২০১৬, ইন্দিরাগান্ধী সাংস্কৃতিক কেন্দ্র সম্মাননাসহ নানা পুরস্কার ও সম্মাননায় ভূষিত হয়েছেন তিনি।

আপন আলোয় অনুষ্ঠানে মাহমুদ হাশিমের মুখোমুখি নজরুল সংগীত শিল্পী রূপালী চম্পক

চীন আন্তর্জাতিক বেতারের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে রূপালী চম্পক বলেছেন তাঁর দীর্ঘ পাঁচ দশকের সংগীত সাধনা নিয়ে। জাতীয় কবি নজরুল ইসলামকে (যাকে তিনি মনেপ্রাণে গুরু বলে মানেন) গান শোনাতে পারা তাঁর জীবনের এক পরম পাওয়া বলে মনে করেন তিনি।

রবীন্দ্র-নজরুলসহ পঞ্চকবির গান, দেশাত্মবোধক ও গণসংগীতে চাঁদপুরের নবীন প্রজন্মের আগ্রহ রয়েছে বলে গভীর সন্তোষ তাঁর। চাঁদপুরের মানুষ সংস্কৃতিমনস্ক এবং চাঁদপুর একটি অসাম্প্রদায়িক শহর বলেও গৌরব করেন রূপালী চম্পক। নিজের জানাটুকু উজাড় করে দেওয়া এবং চাঁদপুরের নবীনশিল্পীদের জন্য ভালো প্রশিক্ষণের ব্যবস্থা করা তাঁর স্বপ্ন।

অনুষ্ঠান পরিকল্পনা ও সাক্ষাৎকার গ্রহণ: মাহমুদ হাশিম

অডিও সম্পাদনা: তানজিদ বসুনিয়া।