ব্যাংককে জাপানি প্রধানমন্ত্রীর সঙ্গে সি চিন পিংয়ের বৈঠক
2022-11-18 14:24:40

নভেম্বর ১৮: গতকাল (বৃহস্পতিবার) বিকালে ব্যাংককে, জাপানি প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার সঙ্গে এক বৈঠকে মিলিত হন চীনা প্রেসিডেন্ট সি চিন পিং। বৈঠকে তাঁরা দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ইস্যুতে মতবিনিময় করেন।

বৈঠকে সি চিন পিং বলেন, চীন ও জাপান পরস্পরের সুপ্রতিবেশী। দু’পক্ষের উচিত আন্তরিকভাবে সহাবস্থান করা, পরস্পরকে অংশীদার হিসেবে গণ্য করা, একে অপরের জন্য হুমকি হয়ে না-দাঁড়ানো।

তিনি বলেন, ইতিহাসকে সঠিক দৃষ্টিকোণ থেকে দেখা ও তাইওয়ান ইস্যুতে গ্রহণযোগ্য মনোভাব পোষণ করা চীন-জাপান দ্বিপক্ষীয় সম্পর্কের রাজনৈতিক ভিত্তি। চীন কখনও অন্য দেশের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ করে না। তবে, চীনের অভ্যন্তরীণ ব্যাপারে বাইরের হস্তক্ষেপও বেইজিং সহ্য করবে না।

সি চিন পিং আরও বলেন, বিতর্কিত ভূখণ্ড ও সামুদ্রিক অঞ্চল নিয়ে দু’দেশের উচিত সংলাপ অব্যাহত রাখা এবং মতভেদ নিয়ন্ত্রণ করা। দূরদর্শী দৃষ্টিকোণ থেকে দু’দেশের যুবসমাজের মধ্যে বিনিময় জোরদারের ওপরও তিনি গুরুত্বারোপ করেন।

জবাবে ফুমিও কিশিদা বলেন, বর্তমানে বিভিন্ন খাতে দু’দেশের আদান-প্রদান ও সহযোগিতা ধাপে ধাপে পুনরুদ্ধার হচ্ছে। চীনের উন্নয়ন বিশ্বের জন্য ইতিবাচক। চীনের সাথে দ্বিপক্ষীয় সম্পর্কের স্বাস্থ্যকর ও স্থিতিশীল উন্নয়নে প্রচেষ্টা চালিয়ে যাবে তাঁর দেশ। আর তাইওয়ান ইস্যুতেও জাপানের প্রতিশ্রুতি ও অবস্থান কখনও পরিবর্তিত হবে না। (সুবর্ণা/আলিম/আকাশ)