ব্যাংককে ফিলিপিন্সের প্রেসিডেন্টের সঙ্গে সি চিন পিংয়ের বৈঠক
2022-11-18 14:28:38

নভেম্বর ১৮: গতকাল (বৃহস্পতিবার) বিকেলে চীনের প্রেসিডেন্ট সি চিনপিং, থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে, ফিলিপিন্সের প্রেসিডেন্ট ফার্দিনান্দ রোমুয়াল্ডেজ মার্কোসের সঙ্গে এক বৈঠকে মিলিত হন।

বৈঠকে সি চিন পিং বলেন, বেইজিং সবসময় চীন-ফিলিপিন্স সম্পর্ককে কৌশলগত দৃষ্টিকোণ থেকে দেখে আসছে। চীন, সহযোগিতার ভিত্তিতে, ফিলিপিন্সের উন্নয়ন ও পুনরুজ্জীবনে ইতিবাচক ভূমিকা রাখবে এবং দু’দেশের মৈত্রীর নতুন অধ্যায় উন্মোচিত করবে।

তিনি আরও বলেন, দু’পক্ষ দূষণমুক্ত জ্বালানি, শিক্ষা, ও গণস্বাস্থ্য খাতে সহযোগিতা অব্যাহত রাখবে। দক্ষিণ চীন সাগর ইস্যুতে দু’দেশকে সংলাপের ভিত্তিতে যথোচিতভাবে বিদ্যমান মতভেদ মোকাবিলা করতে হবে। এ ছাড়া, উন্নয়নশীল দেশ হিসেবে, চীন ও ফিলিপিন্সকে যৌথভাবে একতরফাবাদের বিরুদ্ধে অবস্থান নিয়ে, আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা রক্ষা করতে হবে।

জবাবে প্রেসিডেন্ট মার্কোস বলেন, ফিলিপিন্সের উন্নয়নে  চীন গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। দু’দেশের মধ্যে পারস্পরিক আস্থা দিন দিন বাড়ছে। ফিলিপিন্স চীনের সঙ্গে অবকাঠামো, জ্বালানি, কৃষি, ও সংস্কৃতিসহ বিভিন্ন ক্ষেত্রের সহযোগিতা সম্প্রসারণ করবে।

তিনি আরও বলেন, ফিলিপিন্স ‘এক চীননীতি’-তে অবিচল থাকবে এবং স্বাধীন ও শান্তিপূর্ণ কূটনীতি অনুসরণ করে যাবে। তাঁর দেশ চীনের সঙ্গে সামুদ্রিক তেল ও গ্যাস অনুসন্ধান নিয়ে আলোচনা করতে ইচ্ছুক বলেও জানান তিনি। (প্রেমা/আলিম/রুবি)