সহযোগিতাভিত্তিক অভিন্ন লক্ষ্যের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল গড়ে তোলার আহ্বান জানালেন সি চিন পিং
2022-11-18 16:54:19


নভেম্বর ১৮: পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে অভিন্ন লক্ষ্যের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল গড়ে তোলার আহ্বান জানিয়েছেন চীনা প্রেসিডেন্ট সি চিন পিং। তিনি আজ (শুক্রবার) ব্যাংককে এপেক নেতাদের ২৯তম অনানুষ্ঠানিক সম্মেলনে এ আহ্বান জানান। 


তিনি বলেন, আমাদের উচিত কৌশলগত ও দীর্ঘমেয়াদী দৃষ্টিকোণ থেকে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে পারস্পরিক সহযোগিতার মান উন্নত করা; আঞ্চলিক সহযোগিতায় এপেকের মূল ভূমিকা বজায় রাখা; এবং এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সহযোগিতার সঠিক দিক নির্দিষ্ট করা। 


তিনি আরও বলেন, এপেকের চেতনা ধারণ করে পারস্পরিক আস্থার, সহনশীলতার, সহযোগিতার, ও জয়-জয় নীতির এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল গড়ে তুলতে হবে, যার মাধ্যমে এতদঞ্চলের দেশগুলোর মধ্যে অংশীদারিত্বের সম্পর্ক হবে গভীরতর।  

(আকাশ/আলিম/ফেইফেই)