জি-টোয়েন্টি শীর্ষ সম্মেলনের শেষ দিন বিভিন্ন কার্যক্রমে সি চিন পিংয়ের অংশগ্রহণ
2022-11-17 17:50:23

নভেম্বর ১৭: গতকাল (বুধবার) জি-টোয়েন্টি শীর্ষ সম্মেলনের দ্বিতীয় দিন তথা শেষ দিনে চীনের প্রেসিডেন্ট সি চিন পিং বেশ কয়েকটি দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

এর মধ্যে ডিজিটাল রূপান্তর বিষয়ে সি চিন পিং তিন দফা প্রস্তাব পেশ করেন: এক. বহুপক্ষবাদে অবিচল থাকতে হবে এবং আন্তর্জাতিক সহযোগিতা জোরদার করতে হবে; দুই. উন্নয়নকে অগ্রাধিকার দিতে হবে, ডিজিটাল খাতে ব্যবধান কমিয়ে আনতে হবে; তিন. উদ্ভাবনের মাধ্যমে উন্নয়ন ত্বরান্বিত করতে হবে।

এদিন বিকালে বালি দ্বীপে সি চিন পিং ও জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরহিস এক সাক্ষাতে মিলিত হন। সি চিন পিং বলেন, জাতিসংঘের সাথে সহযোগিতা জোরদার করতে এবং জাতিসংঘের সাথে একযোগে ‘বৈশ্বিক উন্নয়ন উদ্যোগ’ ও ‘বৈশ্বিক নিরাপত্তা উদ্যোগ’ বাস্তবায়নের জন্য কাজ করতে চায় চীন।

তিনি আরও বলেন, চীনা বৈশিষ্টসম্পন্ন আধুনিকায়ন মানবজাতিকে সামনে এগিয়ে নেবে এবং চীনের নতুন উন্নয়ন বিশ্বের জন্য নতুন সুযোগ বয়ে আনবে। চীন সত্যিকারের বহুপক্ষবাদ অনুসরণ করে যাবে এবং দৃঢ়ভাবে জাতিসংঘের কাজকর্ম সমর্থন করবে বলেও তিনি উল্লেখ করেন।

একই দিন রাতে সি চিন পিং-এর সঙ্গে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইডোডো বৈঠক করেন। এ ছাড়া, দু’নেতা চীনের রেলপথ কোম্পানির তৈরি একটি দ্রুতগতির ট্রেনকে জাকার্তা-বান্দুং দ্রুতগতির রেলপথে পরীক্ষামূলকভাবে চলতে দেখেন। (শুয়েই/আলিম/আকাশ)