ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে সি চিন পিংয়ের বৈঠক; সহযোগিতা জোরদারে ঐকমত্য
2022-11-17 14:11:25

নভেম্বর ১৭: গতকাল (বুধবার) রাতে ইন্দোনেশিয়ার বালি দ্বীপে সেদেশের প্রেসিডেন্ট জোকো উইডোডোর সঙ্গে এক বৈঠকে মিলিত হন চীনা প্রেসিডেন্ট সি চিন পিং। বৈঠকে দু’নেতা দ্বিপক্ষীয় সহযোগিতার মান উন্নয়নের ব্যাপারে একমত হন।

জি-টোয়েন্টি শীর্ষসম্মেলনের সফল আয়োজনের জন্য প্রেসিডেন্টে জোকোকে অভিনন্দন জানিয়ে সি চিন পিং বলেন, চীন ও ইন্দোনেশিয়ার মধ্যে বাস্তব সহযোগিতা কেবল দু’দেশের জনগণের জন্য কল্যাণ বয়ে এনেছে তা নয়, বরং বিশ্বের ওপর ইতিবাচক প্রভাব ফেলেছে।

তিনি বলেন, ‘এক অঞ্চল, এক পথ’ উদ্যোগের কাঠামোতে, জাকার্তা-বান্দুং দ্রুতগতির রেলপথ প্রকল্পের পূর্ণাঙ্গ বাস্তবায়নের জন্য দু’দেশের যৌথ প্রয়াস দরকার। ইন্দোনেশিয়ায় কোভিড টিকা উত্পাদনকেন্দ্র নির্মাণ, ইন্দোনেশিয়া থেকে আরও বেশি পণ্য আমদানি, এবং চীনা শিল্পপ্রতিষ্ঠানগুলোকে সেদেশে পুঁজি বিনিয়োগে উত্সাহিত করার কথাও বলেন সি চিন পিং।

তিনি আরও বলেন, বহুপক্ষবাদ, দারিদ্র্যবিমোচন, খাদ্য-নিরাপত্তা, উন্নয়নের জন্য অর্থ সংগ্রহসহ বিভিন্ন খাতে দু’দেশের মধ্যে সহযোগিতা আরও জোরদার হবে বলে চীন আশা করে।

জবাবে জোকো উইডোডো, পুনরায় সিপিসি’র সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায়, প্রেসিডেন্ট সি চিন পিংকে অভিনন্দন জানিয়ে বলেন, তাঁর দেশ চীনের সাথে যৌথভাবে কাজ করে আগামী বছরই জাকার্তা-বান্দুং রেলপথ পুরোপুরি চালু করতে চেষ্টা করবে। দু’দেশের বিভিন্ন খাতের কৌশলগত ও বাস্তব সহযোগিতার মাধ্যমে অভিন্ন লক্ষ্যের কমিউনিটি গঠনের আশাও প্রকাশ করেন তিনি। 

উল্লেখ্য, দু’নেতার উপস্থিতিতে জাকার্তা-বান্দুং দ্রুতগতির রেলপথে পরীক্ষামূলকভাবে একটি ট্রেন চালানো হয়। রেলপথটি পুরোপুরি চালু হলে, জাকার্তা থেকে বান্দুং পর্যন্ত যাত্রার সময়, বর্তমানের ৩ ঘন্টা থেকে ৪০ মিনিটে নেমে আসবে। (সুবর্ণা/আলিম/আকাশ)