জাকার্তা-বান্দুং দ্রুতগতির রেলপথে পরীক্ষামূলকভাবে চললো ট্রেন
2022-11-17 14:12:44

নভেম্বর ১৬: গতকাল (বুধবার) চীনের রেলপথ কোম্পানির তৈরি একটি দ্রুতগতির ট্রেন, জাকার্তা-বান্দুং দ্রুতগতির রেলপথে, পরীক্ষামূলকভাবে চালানো হয়।

পরীক্ষামূলক এই ট্রেন-যাত্রায় টেলিযোগাযোগ ও বিদ্যুতের সরবরাহসহ বিভিন্ন দিক পরীক্ষা করা হয়। চীনা প্রযুক্তিতে তৈরি এ দ্রুতগতির ট্রেনের সর্বোচ্চ গতি ঘন্টায় ৩৮৫ কিলোমিটার।

উল্লেখ্য, জাকার্তা থেকে বান্দুং পর্যন্ত রেলপথের দৈর্ঘ্য ১৪২.৩ কিলোমিটার। ২০১৮ সালের জুন মাসে এর নির্মাণকাজ শুরু হয়। এই রেলপথটি ‘এক অঞ্চল, এক পথ’ উদ্যোগের আওতায় নির্মিত হচ্ছে। (সুবর্ণা/আলিম/আকাশ)