বৈশ্বিক ডিজিটাল অর্থনীতি এগিয়ে নিতে কাজ করবে বেইজিং: চীনা মুখপাত্র
2022-11-17 20:28:41


নভেম্বর ১৭: চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং আজ (বৃহস্পতিবার) বেইজিংয়ে এক প্রেস ব্রিফিংয়ে বলেন, বিভিন্ন দেশের সাথে একযোগে সমন্বিত, সহনশীল, সহযোগিতামূলক, জয় জয়, ও অভিন্ন সমৃদ্ধির বৈশ্বিক জিডিটাল অর্থনীতি গড়ে তুলতে কাজ করবে চীন। 


পরিসংখ্যান অনুসারে, বিশ্বব্যাপী প্রায় ৩০০ কোটি লোক ইন্টানেট ব্যবহারের সুযোগ থেকে বঞ্চিত, যাদের অধিকাংশই উন্নয়নশীল দেশগুলোর বাসিন্দা। এ প্রসঙ্গে মাও নিং বলেন, সংশ্লিষ্ট দেশগুলোর উচিত হাতে হাত রেখে ডিজিটাল যুগের আন্তঃযোগাযোগ জোরদার করা এবং বিশেষ করে এ খাতে উন্নয়নশীল দেশগুলোকে সাহায্য করা। (আকাশ/আলিম/ফেইফেই)