জাকার্তা-বান্দুং রেলপথ ‘এক অঞ্চল, এক পথ’ উদ্যোগের ফল: চীনা মুখপাত্র
2022-11-17 20:27:26

নভেম্বর ১৭: চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং আজ (বৃহস্পতিবার) বেইজিংয়ে এক নিয়মিত প্রেস ব্রিফিংয়ে বলেন, জাকার্তা-বান্দুং দ্রুতগতির রেলপথ  হচ্ছে  ‘এক অঞ্চল, এক পথ’ উদ্যোগের আওতায় নির্মাণাধীন একটি চীন-ইন্দোনেশিয়া যৌথ প্রকল্প। এ রেলপথ খুব শীঘ্রই পুরোদমে চালু হবে। 


তিনি বলেন, এটি হবে ইন্দোনেশিয়া ও দক্ষিণপূর্ণ এশিয়ার প্রথম দ্রতগতির রেলপথ। রেলপথটি পুরোপুরি চালু হলে, জাকার্তা থেকে বান্দুং পর্যন্ত যাত্রার সময় বর্তমানের ৩ ঘন্টা থেকে ৪০ মিনিটে নেমে আসবে। এটি স্থানীয় সমাজ ও অর্থনীতির উন্নয়নে সহায়ক ভূমিকার রাখবে। 


উল্লেখ্য, জাকার্তা থেকে বান্দুং পর্যন্ত রেলপথের দৈর্ঘ্য ১৪২.৩ কিলোমিটার। ২০১৮ সালের জুন মাসে এর নির্মাণকাজ শুরু হয়। (আকাশ/আলিম/ফেইফেই)