চলতি বছরের চতুর্থ প্রান্তিকে চীনের বৈদেশিক বাণিজ্য যুক্তিসংগত পর্যায়ে থাকবে
2022-11-17 17:46:03

নভেম্বর ১৭: চলতি বছরের প্রথম দশ মাসে চীনের বৈদেশিক বাণিজ্য স্থিতিশীল ছিল। চতুর্থ প্রান্তিকেও দেশের বৈদেশিক বাণিজ্য যুক্তিসংগত পর্যায়ে থাকবে। আজ (বৃহস্পতিবার) বেইজিংয়ে এক নিয়মিত প্রেস ব্রিফিংয়ে চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের মুখপাত্র সু ইয়ু থিং এ কথা বলেন।

         মুখপাত্র বলেন, গত কয়েক মাসে দুর্বল বৈদেশিক চাহিদা, ভৌগোলিক রাজনীতি, ও মহামারির প্রভাবে আমদানি-রফতানির মাসিক প্রবৃদ্ধি কিছুটা কম ছিল, যা বিশ্বের অর্থনীতি ও বাণিজ্যের প্রধান প্রবণতার সঙ্গে সংগতিপূর্ণ। চতুর্থ প্রান্তিকে বৈশ্বিক পরিবেশ আরও কঠিন হবে, অনিশ্চয়তা আরও বাড়বে, ও বৈদেশিক চাহিদা আরও কমবে। এ অবস্থায় আমদানি-রফতানিও আরও চাপে পড়বে।

মুখপাত্র আরও বলেন, চীনের বৈদেশিক বাণিজ্যের শক্তিশালী ভিত্তি আছে। দেশের শিল্প-প্রতিষ্ঠানগুলোর উদ্ভাবন-শক্তি ক্রমশ জোরদার হচ্ছে। বৈদেশিক বাণিজ্য স্থিতিশীল থাকার সম্ভাবনা উজ্জ্বল। (শুয়েই/আলিম/আকাশ)