ইন্দোনেশিয়ায় শেষ হলো জি-টোয়েন্টি শীর্ষ সম্মেলন; ‘বালি ঘোষণা’ গৃহীত
2022-11-17 14:25:39

নভেম্বর ১৭: গতকাল (বুধবার) ইন্দোনেশিয়ার বালি দ্বীপে শেষ হয় জি-টোয়েন্টির নেতাদের সপ্তদশ শীর্ষ সম্মেলন। এতে ‘বালি ঘোষণা’ গৃহীত হয়েছে।

ঘোষণায় বলা হয়, বিশ্বের বৃহত্তম অর্থনৈতিক গোষ্ঠী হিসেবে, জি-টোয়েন্টির সদস্যদেশগুলোর উচিত, সংশ্লিষ্ট দায়িত্ব পালন করা এবং সহযোগিতার মাধ্যমে বিশ্বের অর্থনীতি পুনরুদ্ধার ত্বরান্বিত করা ও বিভিন্ন বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলা করা।

ঘোষণায় আরও বলা হয়, বর্তমানে বিশ্বে একাধিক সংকট বিরাজ করছে। এ অবস্থায় জি-টোয়েন্টির কার্যকর, সুনির্দিষ্ট, দ্রুত ও প্রয়োজনীয় কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ। জি-টোয়েন্টি স্বল্পোন্নত দেশ ও ছোট দ্বীপদেশগুলোকে টেকসই উন্নয়ন লক্ষ্য বাস্তবায়নে সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দেয়।

উল্লেখ্য, জি-টোয়েন্টি নেতৃবৃন্দের পরবর্তী শীর্ষ সম্মেলন ২০২৩ সালের সেপ্টেম্বরে ভারতের রাজধানী নয়াদিল্লীতে অনুষ্ঠিত হবে। (প্রেমা/আলিম/লিলি)