‘চীন ও যুক্তরাষ্ট্রের শীর্ষ নেতৃবৃন্দের যৌথ সিদ্ধান্ত বাস্তবায়ন করবে চীনের বাণিজ্য মন্ত্রণালয়’
2022-11-17 17:47:36

নভেম্বর ১৭: চীনের বাণিজ্য মন্ত্রণালয় যথাযথভাবে চীন ও যুক্তরাষ্ট্রের শীর্ষ নেতৃবৃন্দের যৌথ সিদ্ধান্তসমূহ বাস্তবায়ন করবে। আজ (বৃহস্পতিবার) বেইজিংয়ে আয়োজিত এক নিয়মিত প্রেস ব্রিফিংয়ে চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের মুখপাত্র সু ইয়ু থিং এ কথা বলেন।

মুখপাত্র বলেন, গত সোমবার চীনের প্রেসিডেন্ট সি চিন পিং ও মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, ইন্দোনেশিয়ার বালি দ্বীপে এক বৈঠকে, দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নের দিক-নির্দেশনা দিয়েছেন। দু’নেতা একমত হয়েছেন যে, দু’দেশ সামষ্টিক আর্থিক নীতি এবং আর্থ-বাণিজ্যিক বিভিন্ন ইস্যুতে যোগাযোগ ও সমন্বয় জোরদার করবে। তাদের ঐকমত্য অনুসারে কাজ করবে বাণিজ্য মন্ত্রণালয়।

মুখপাত্র বলেন, চীন ও যুক্তরাষ্ট্রের আর্থ-বাণিজ্যিক সহযোগিতার সুষ্ঠু ও স্থিতিশীল উন্নয়ন দু’দেশ এবং সারা বিশ্বের জন্য সহায়ক। দু’দেশের উচিত সহযোগিতার জন্য অনুকূল পরিবেশ সৃষ্টি করা।

উল্লেখ্য, চলতি বছরের প্রথম দশ মাসে চীন ও যুক্তরাষ্ট্রের দ্বিপক্ষীয় পণ্যবাণিজ্যের মোট মূল্য ছিল ৬৩৯.৮৩ বিলিয়ন মার্কিন ডলার, যা আগের বছরের একই সময়ের তুলনায় ৫.১ শতাংশ বেশি। এর মধ্যে যুক্তরাষ্ট্রে চীনের রফতানি বেড়েছে ৬.৬ শতাংশ। (শুয়েই/আলিম/আকাশ)