কেনিয়ায় ‘নতুন যাত্রার চীন ও বিশ্ব’ শীর্ষক সেমিনার আয়োজিত
2022-11-17 19:20:30

নভেম্বর ১৭: গতকাল (বুধবার) চায়না মিডিয়া গ্রুপ (সিএমজি)-র আফ্রিকা স্টেশনের উদ্যোগে, কেনিয়ার রাজধানী নাইরোবিতে অনুষ্ঠিত হয়, ‘নতুন যাত্রার চীন ও বিশ্ব’ শীর্ষক একটি সেমিনার।

কেনিয়া, তাঞ্জানিয়া, জাম্বিয়াসহ ২০টিরও বেশি দেশের ৬০ জনেরও বেশি মিডিয়া ব্যক্তিত্ব ও বিশেষজ্ঞ সেমিনারে অংশ নেন। সেমিনারে তাঁরা ‘নতুন যাত্রার চীন আফ্রিকার জন্য কী কী তাত্পর্য বহন করে?’, ‘চীন-আফ্রিকা অভিন্ন ভাগ্যের কমিউনিটি গড়ে তোলার পথ’সহ বিভিন্ন বিষয় নিয়ে গভীরভাবে আলোচনা করেন।

অংশগ্রহণকারীরা মনে করেন, চীনা কমিউনিস্ট পার্টির বিংশ জাতীয় কংগ্রেসের পর চীনের নতুন উন্নয়ন আফ্রিকার জন্য নতুন সুযোগ সৃষ্টি করেছে, যা চীন-আফ্রিকা অভিন্ন ভাগ্যের কমিউনিটি গড়ে তোলায় নতুন চালিকাশক্তি যোগাবে।

জাম্বিয়ার ৫-এফএম বেতারের প্রধান টমাস ম্যাকক্যান্ডওয়েল সেমিনারে বলেন, চীনা প্রেসিডেন্ট সি চিন পিং যে চীন ও আফ্রিকার তথ্যমাধ্যমকে যৌথভাবে ‘নতুন যুগের চীন-আফ্রিকা গল্প পড়া, গোটা মানবজাতির অভিন্ন মূল্যবোধ প্রচার করা, মানবজাতির অভিন্ন ভাগ্যের কমিউনিটি গড়ে তোলায় বুদ্ধি ও শক্তি যোগানো’র আহ্বান জানিয়েছেন, তা প্রশংসনীয়। তিনি বলেন, চীন ও আফ্রিকার উচিত তথ্যমাধ্যম খাতে সহযোগিতা জোরদার করা। (শুয়েই/আলিম/আকাশ)