চীন ও জাপানের উচিত মতভেদ নিয়ন্ত্রণ করা: চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়
2022-11-16 19:37:30

নভেম্বর ১৬: চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং আজ (বুধবার) বেইজিংয়ে এক প্রেস ব্রিফিংয়ে বলেন, চীন ও জাপানের উচিত  শান্তি ও বন্ধুত্বের চেতনা অনুসরণ করা, পারস্পরিক কল্যাণকর সহযোগিতা জোরদার করা, মতভেদ নিয়ন্ত্রণ করা, এবং যৌথভাবে নতুন যুগের উপযোগী দ্বিপক্ষীয় সম্পর্ক প্রতিষ্ঠা করা।

মুখপাত্র জানান, ব্যাংককে অনুষ্ঠেয় এপেক নেতাদের ২৯তম আনুষ্ঠানিক সম্মেলনের অবকাশে চীনা প্রেসিডেন্ট সি চিন পিং ও জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হবে। এ ব্যাপারে দু’পক্ষ একমত হয়েছে। এটি হবে দু’নেতার প্রথম আনুষ্ঠানিক বৈঠক। বৈঠকে তাঁরা চীন-জাপান সম্পর্ক ও অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন আন্তর্জাতিক ও আঞ্চলিক ইস্যুতে মতবিনিময় করবেন। (তুহিনা/আলিম/আকাশ)