চীনের প্রেসিডেন্ট ও লুক্সেমবার্গের গ্র্যান্ড ডিউকের শুভেচ্ছা-বার্তা বিনিময়
2022-11-16 19:39:19

নভেম্বর ১৬: চীন-লুক্সেমবার্গ কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার অর্ধশত বার্ষিকী উপলক্ষ্যে, চীনের প্রেসিডেন্ট সি চিন পিং ও লুক্সেমবার্গের গ্র্যান্ড ডিউক হেনরি পরস্পরকে শুভেচ্ছা-বার্তা পাঠিয়েছেন।

বার্তায় সি চিন পিং বলেন, বিভিন্ন ক্ষেত্রে দু’দেশের সহযোগিতায় অনেক সাফল্য অর্জিত হয়েছে। দু’দেশ একসঙ্গে কোভিড মহামারী মোকাবিলা করেছে, যা দ্বিপক্ষীয় সম্পর্ককে ঘনিষ্ঠতর করেছে।

তিনি আরও বলেন, তাঁর দেশ লুক্সেমবার্গের সঙ্গে সম্পর্কের ওপর যথেষ্ট গুরুত্ব দেয়। চীন আশা করে, দু’দেশের সম্পর্কের স্বাস্থ্যকর উন্নয়নের ধারা অব্যাহত থাকবে এবং এ থেকে দু’দেশের জনগণই উপকৃত হবে।

নিজের শুভেচ্ছা-বার্তায় গ্র্যান্ড ডিউক হেনরি বলেন, কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার পর থেকে, রাজনীতি, অর্থনীতি, সংস্কৃতিসহ বিভিন্ন খাতে দু’দেশের সহযোগিতা ফলপ্রসূ এবং দু’দেশের জনগণের বন্ধুত্ব গভীরতর হয়েছে। চীনের সঙ্গে যোগাযোগ ও সহযোগিতা জোরদার করে যৌথভাবে বিশ্বের শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় ভূমিকা রাখতে তাঁর দেশ আগ্রহী।

 (তুহিনা/আলিম/আকাশ)