চীনে নির্মিত জাকার্তা-বান্দুং হাই-স্পিড ট্রেন পেতে উন্মুখ ইন্দোনেশিয়া
2022-11-16 20:49:05

নভেম্বর ১৬, সিএমজি বাংলা ডেস্ক: দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নয়নে নতুন গতি সঞ্চার করতে ইন্দোনেশিয়া পর্যটন, অবকাঠামো এবং ডিজিটাল অর্থনীতির ক্ষেত্রে চীনের সাথে সহযোগিতা জোরদার করার আশা করছে।

মঙ্গলবার ইন্দোনেশিয়ার পর্যটন ও সৃজনশীল অর্থনীতি বিষয়কমন্ত্রী সান্দিয়াগা ইউনো সিনহুয়ার সঙ্গে সাক্ষাৎকারে এ আশাবাদ ব্যক্ত করেন। 

ইউনো বলেন, চীন ইন্দোনেশিয়ার বৃহত্তম বাণিজ্যিক অংশীদার। দু’দেশের দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা- বিশেষ করে সবুজ অর্থনীতি, অবকাঠামো এবং উচ্চ-গতির রেলপথের ক্ষেত্রে দ্রুত বিকশিত হয়েছে। এতে দেশের জন্য বিপুল কর্মসংস্থানের সুযোগ তৈরি করেছে।  

ইউনো ইন্দোনেশিয়া-চীন যৌথ উদ্যোগ জাকার্তা-বান্দুং হাইস্পিড রেলপথের উচ্চপ্রশংসা করে বলেন, তিনি বান্দুং থেকে জাকার্তার সাথে সংযোগকারী হাই-স্পিড ট্রেনের প্রথম যাত্রীদের একজন হওয়ার অপেক্ষায় রয়েছেন।

অর্থনীতি, সামাজিক উন্নয়ন এবং ইন্দোনেশিয়ানদের জীবিকা নির্বাহের অনেক দিক বিবেচনায় বান্দুং এবং জাকার্তা ইন্দোনেশিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটি কেন্দ্র। যেহেতু এ রেলপথে ভ্রমণের সময় প্রায় ৩ ঘন্টা থেকে ৪০ মিনিটে নেমে আসবে- তাই এ প্রকল্পটি ঐতিহাসিক। 

ইউনো বলনে, বান্দুং এবং পশ্চিম জাভা ইন্দোনেশিয়ার বৃহত্তম অভ্যন্তরীণ পর্যটন বাজার এবং সেখানে প্রতি বছর প্রায় ১২০ মিলিয়ন পর্যটকদের চলাচল রয়েছে। জাকার্তা-বান্দুং হাই স্পিড রেলওয়ে বর্তমান অবকাঠামোতে একটি বড় সংযোজন হতে চলেছে। এটি সম্পূর্ণরূপে একটি গেম চেঞ্জার। এটি ইন্দোনেশিয়ার মানুষের জীবনকে বদলে দেবে বলে মনে করেন দেশটির পর্যটন মন্ত্রী।

হাশিম/শান্তা