অক্টোবরে চীনের অর্থনীতিতে পুনরুদ্ধারের নতুন লক্ষণ
2022-11-16 20:44:39

নভেম্বর ১৬, সিএমজি বাংলা ডেস্ক: চীনের অর্থনীতি অক্টোবরে তার পুনরুদ্ধারের গতি বজায় রেখেছে এবং প্রধান অর্থনৈতিক সূচকগুলির স্থিতিশীলতার নতুন লক্ষণ দেখা গেছে মঙ্গলবার চীনের জাতীয় পরিসংখ্যান ব্যুরো (এনবিএস) তথ্য দিয়েছে

গুরুত্বপূর্ণ একটি অর্থনৈতিক সূচক চীনের মূল্য সংযোজন শিল্প উৎপাদন, অক্টোবর মাসে গত বছরের একই সময়ের চেয়ে শতাংশ বেড়েছে

অর্থনৈতিক স্থিতিশীলতার কারণে দেশের কর্মসংস্থান পরিস্থিতিও স্থিতিশীল রয়েছে শহরে বেকারত্বের হার অক্টোবরে এসেও আগের মাসের . শতাংশে স্থির রয়েছে

২০২২ সালের প্রথম ১০ মাসে, দেশের স্থায়ী-সম্পদ বিনিয়োগ আগের বছরের একই সময় থেকে . শতাংশ বেড়েছে অবকাঠামো এবং উৎপাদন ক্ষেত্রে বিনিয়োগ যথাক্রমে . শতাংশ এবং , শতাংশ বেড়েছে

একই সময়ের মধ্যে দেশের ভোগ্যপণ্যের খুচরা বিক্রয় বছরে . শতাংশ বেড়েছে অনলাইন খুচরা বিক্রয় বেড়েছে . শতাংশ

এনবিএসের মুখপাত্র ফু লিংহুই সংবাদ সম্মেলনে বলেছেন, ‘চীনা অর্থনীতি দেশ এবং বিদেশে উভয় ক্ষেত্রেই উদ্ভূত চ্যালেঞ্জগুলো মোকাবেলা করেছে- যা প্রত্যাশা ছাড়িয়ে গেছে এবং অক্টোবরে পুনরুদ্ধারের প্রবণতা বজায় রেখেছে

হাশিম/শান্তা