যুক্তরাষ্ট্রের উচিত অন্য দেশের ওপর সাইবার হামলা বন্ধ করা: বেইজিং
2022-11-16 17:37:36


নভেম্বর ১৬: চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং আজ (বুধবার) বেইজিংয়ে এক নিয়মিত প্রেস ব্রিফিংয়ে বলেন, যুক্তরাষ্ট্রের উচিত অন্য দেশের ওপর সাইবার হামলা ও ইন্টারনেট থেকে তথ্যচুরি বন্ধ করা। পাশাপাশি, এ ব্যাপারে অন্য দেশের বিরুদ্ধে ঢালাও অভিযোগ করা থেকেও বিরত থাকতে হবে।


মুখপাত্র বলেন, চীন বরাবরই সবধরনের সাইবার হামলা ও ইন্টারনেটের অপব্যবহারের বিরোধিতা করে আসছে।


তিনি আরও বলেন, বিশ্বের সবচেয়ে শক্তিশালী সাইবার-প্রযুক্তি আছে যুক্তরাষ্ট্রের। তবে, এ প্রযুক্তি কাজে লাগিয়ে অন্য দেশের বিরুদ্ধে সাইবার হামলা চালানো এবং ইন্টারনেট থেকে তথ্যচুরির ব্যাপারেও যুক্তরাষ্ট্র এগিয়ে আছে।  (আকাশ/আলিম/ফেইফেই)