ফিরে এসেছে বেইজিং ম্যারাথন, কাঁপিয়েছে সড়ক
2022-11-16 20:47:44

নভেম্বর ১৬, সিএমজি বাংলা ডেস্ক: কোভিড-১৯ মহামারির কারণে দু বছর বন্ধ থাকার পর আবার ফিরে এসেছে বেইজিং ম্যারাথন। রোববার চীনের রাজধানীতে অনুষ্ঠিত ওই প্রতিযোগিতায় প্রায় ২০ হাজার অংশগ্রহণকারীর মধ্যে জয়লাভ করেন সিনচিয়াং উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চলের আনুবাইকে ছুয়ান।

পুরুষদের খেতাব জিততে থিয়ানআনমেন স্কোয়ার থেকে বেইজিং অলিম্পিক পার্ক পর্যন্ত ৪২ কিলোমিটার পথ অতিক্রম করতে তিনি সময় নেন ২ ঘন্টা, ১৪ মিনিট, ৩৪ সেকেন্ড। দুই ঘন্টা, ১৯ মিনিট, ১১ সেকেন্ডে শেষ সীমায় পৌঁছে দ্বিতীয় স্থান দখল করেন ইয়াং ছুনলুং এবং ২ ঘন্টা, ২১ মিনিট, ২৬ সেকেন্ড সময় নিয়ে তৃতীয় স্থান নিশ্চিত করেন হ্য চিয়ে।

প্রতিযোগিতার শেষ প্রান্তে দৌড়বিদদের আবেগপূর্ণ উদযাপন এবং ভক্তদের উল্লাসে বোঝা যায় এ ম্যারাথনের জন্য মানুষ কতটা অধীর আগ্রহে অপেক্ষা করছিল এবং কতটা উত্তেজিত ছিল।

ফেব্রুয়ারি ও মার্চে শীতকালীন অলিম্পিকস ও প্যারা-অলিম্পিকসের পর এটিই ছিল বেইজিংয়ে অনুষ্ঠিত প্রথম বড় কোনও ক্রীড়া প্রতিযোগিতা।

এই বছরের প্রতিযোগিতা বিশেষভাবে গুরুত্বপূর্ণ ছিল। কারণ এটি ছিল ১৯৮১ সালে শুরু এ ম্যারাথনের ৪০তম আসর এবং মহামারির কারণে দুই বছর বন্ধ থাকার পর প্রথম আসর।

 রহমান/শান্তা