চীন নিয়ে ভাবতে, চীনের গল্প শোনাতে তরুণদের প্রতি আহ্বান
2022-11-16 20:46:40

নভেম্বর ১৬, সিএমজি বাংলা ডেস্ক: চীন সম্পর্কে চিন্তা-ভাবনা করতে, চীন বিষয়ক অভিজ্ঞতা অর্জন করতে এবং চীনের গল্প উপস্থাপন করতে দেশের তরুণদের প্রতি আহ্বান জানিয়েছেন চীনের অন্যতম শীর্ষ পত্রিকা চায়না ডেইলির প্রকাশক ও প্রধান সম্পাদক ছু ইংফু।

বেইজিংয়ে সিংহুয়া বিশ্ববিদ্যালয়ে সোমবার অনুষ্ঠিত গ্লোবাল জেনারেশন জেড ফোরামের উদ্বোধনী অনুষ্ঠানে এ আহ্বান জানান তিনি।

চায়না ডেইলি ও সিংহুয়া আয়োজিত এ ফোরামে ১৬ থেকে ২২ অক্টোবর বেইজিংয়ে অনুষ্ঠিত চীনের কমিউনিস্ট পার্টির ২০তম জাতীয় কংগ্রেসে সরকারের প্রতিবেদনের মতামত প্রতিফলিত হয়। ওই প্রতিবেদনে বর্তমান প্রজন্মের তরুণদের সম্পর্কে মূল্যায়ন অন্তর্ভুক্ত করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, "আজকের তরুণরা একটি অসাধারণ সময়ে বাস করছে। তাদের প্রতিভা প্রদর্শনের একটি অতুলনীয় বিস্তৃত মঞ্চ রয়েছে এবং তাদের অতুলনীয় উজ্জ্বল সম্ভাবনা রয়েছে।"

ফোরামে চীন, মিশর, ফ্রান্স, জর্জিয়া, ভারত, রাশিয়া, দক্ষিণ আফ্রিকা ও মার্কিন যুক্তরাষ্ট্রের নয়জন তরুণ অতিথি বক্তা সরকারের প্রতিবেদনের ব্যাপারে তাদের মতামত, চীন ও তাদের সামনের পথ সম্পর্কে তাদের চিন্তাভাবনা এবং তাদের প্রজন্মের দায়িত্বগুলো নিয়ে আলোচনা করেন।

রহমান/শান্তা