নানা চ্যালেঞ্জেও সচল চীন-ইইউ বাণিজ্য সহযোগিতা
2022-11-16 20:50:00

নভেম্বর ১৬, সিএমজি বাংলা ডেস্ক: কোভিড মহামারীসহ আন্তর্জাতিক রাজনৈতিক ও অর্থনৈতিক অনেক চ্যালেঞ্জ সত্ত্বেও, চীন-ইইউ অর্থনৈতিক ও বাণিজ্য সহযোগিতা বৈচিত্র্য এবং আয়তন উভয় ক্ষেত্রেই উন্নতি করছে।

চীন-ইউরোপ মালবাহী ট্রেন পরিষেবা স্থিতিশীল রয়েছে, যা চীন-ইইউ বাণিজ্যের পরিমাণ বাড়াতে সাহায্য করেছে।

২০২১ সালে, চীন-ইউরোপ মালবাহী ট্রেন পরিষেবা রেকর্ড ১৫ হাজার ট্রিপ পরিচালনা করে যার মাধ্যমে ২০ ফুট মাপের ১.৪৬ মিলিয়ন কন্টেইনার পরিবহন করে। চায়না স্টেট রেলওয়ে গ্রুপ কোম্পানি লিমিটেড এর তথ্য অনুযায়ী এটি আগের বছরের থেকে যথাক্রমে ২২শতাংশ এবং ২৯ শতাংশ বেশি।

২০২২ সালের প্রথম ছয় মাসে, চীন-ইউরোপ রেলপথে ৭ হাজার ৫১৪টি মালবাহী ট্রেন পরিচালনা করে যা ৭ লাখ ২৪ হাজার কন্টেইনার পরিবহন করেছে।

চীন-ইউরোপ মালবাহী ট্রেন সার্ভিস এশিয়া ও ইউরোপের মধ্যে একটি গুরুত্বপূর্ণ বাণিজ্য সংযোগ হিসেবে কাজ করেছে। ৮২টি রুটসহ, ট্রেনগুলি এখন ২৪টি ইউরোপীয় দেশের ২০০টি শহরে পৌঁছেছে, যা সমগ্র ইউরোপকে কভার করে একটি পরিবহন নেটওয়ার্ক তৈরি করেছে।

ট্রেনগুলি অটোমোবাইল এবং যন্ত্রাংশ, পোশাক এবং আনুষাঙ্গিক, এবং শস্য এবং কাঠ সহ ৫৩টি ক্যাটাগরিতে ৫০ হাজারের বেশি ধরণের পণ্য পরিবহন করে। এটি আন্তর্জাতিক সরবরাহ চেইনগুলিকে স্থিতিশীল করতেও সহায়তা করছে।

পোর্ট অফ হ্যামবুর্গ মার্কেটিংয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা অ্যাক্সেল ম্যাটার্ন বলেন, ‘বিশেষ করে এই কঠিন সময়ে, যখন আমরা কিছু সমুদ্র রুটে জাহাজ-জটের সাথে লড়াই করি, তখনও চীন-ইউরোপ মালবাহী ট্রেন পরিষেবা কার্যকরভাবে কাজ করে’। তিনি চীন থেকে আরও ট্রেনকে স্বাগত জানাতে অপেক্ষায় রয়েছেন বলেও জানান।

হাশিম/শান্তা