চীন-মার্কিন সম্পর্কের উন্নতির জন্য ঐকমত্যের পাশাপাশি কার্যকর পদক্ষেপ প্রয়োজন: সিএমজি সম্পাদকীয়
2022-11-15 18:50:44

নভেম্বর ১৫: স্থানীয় সময় গতকাল (সোমবার) বিকেলে, ইন্দোনেশিয়ার বালিতে, চীনের প্রেসিডেন্ট সি চিন পিং ও মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এক বৈঠকে মিলিত হন। তিন ঘন্টার বৈঠকে দু’নেতা চীন-মার্কিন সম্পর্কের কৌশলগত বিভিন্ন ইস্যু এবং গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ও আঞ্চলিক ইস্যু নিয়ে গভীরভাবে মতবিনিময় করেন। দু’দেশের সম্পর্ক উন্নয়নের বিষয়েও তাঁরা কথা বলেন। আন্তর্জাতিক সম্প্রদায় এ বৈঠককে ইতিবাচক দৃষ্টিকোণ থেকে মূল্যায়ন করছে।

এটি ছিল দু’দেশের নেতাদের গত ৩ বছরে প্রথম মুখোমুখি বৈঠক। ব্রিটিশ "ফাইন্যান্সিয়াল টাইমস" বিশ্বাস করে যে, চীন ও যুক্তরাষ্ট্রের নেতারা দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নয়নে নিজেদের সদিচ্ছার প্রকাশ ঘটিয়েছেন। সিএনএন উল্লেখ করেছে যে, বৈঠকটি চীন ও যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক সম্পর্কের উত্তেজনা প্রশমিত করেছে।

যুক্তরাষ্ট্র চীনকে তার সবচেয়ে বড় কৌশলগত প্রতিযোগী হিসেবে বিবেচনা করে বিধায় দু’দেশের সম্পর্ক চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে। দু’দেশের উচিত উন্নয়নের সঠিক পথ খুঁজে নেওয়া এবং স্বাস্থ্যকর ও স্থিতিশীল উন্নয়নের পথে দ্বিপক্ষীয় সম্পর্ককে ফিরিয়ে আনা।

বৈঠকে প্রেসিডেন্ট সি চীনা কমিউনিস্ট পার্টির বিংশ জাতীয় কংগ্রেসের ফলাফল ও গুরুত্ব ব্যাখ্যা করেছেন। তিনি জোর দিয়ে বলেন, চীন বর্তমান আন্তর্জাতিক শৃঙ্খলা পরিবর্তন করতে চায় না। বাইডেনও বলেছেন যে, চীনের উন্নয়ন যুক্তরাষ্ট্র ও বিশ্বের কল্যাণের সঙ্গে সংগতিপূর্ণ। দু’দেশের উচিত মতভেদ নিয়ন্ত্রণ করা এবং সংঘর্ষ ও ভুল বোঝাবুঝি এড়ানো। তাইওয়ান ইস্যু হলো চীনের মূল স্বার্থ এবং চীন-মার্কিন সম্পর্কের রাজনৈতিক ভিত্তি। এই বৈঠকের সময় প্রেসিডেন্ট সি আবারও বিষয়টি স্পষ্ট করেছেন।

বৈঠকে চীন ও যুক্তরাষ্ট্র কিছু বিষয়ে ঐকমত্যে পৌঁছেছে। দুই নেতা নিয়মিত যোগাযোগ বজায় রাখতে সম্মত হয়েছেন। বৈঠকে দ্বিপাক্ষিক ও প্রধান বৈশ্বিক সমস্যাসমূহ নিয়ে আলোচনা ও সেগুলো সমাধানে যৌথ প্রচেষ্টা চালানোর সদিচ্ছা প্রকাশিত হয়েছে, বিশ্বের শান্তি ও স্থিতিশীলতার জন্য যা গুরুত্বপূর্ণ। (জিনিয়া/আলিম/আকাশ)