বালিতে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে সি চিন পিংয়ের বৈঠক
2022-11-15 20:46:13


নভেম্বর ১৫: আজ (মঙ্গলবার) স্থানীয় সময় বিকালে, ইন্দোনেশিয়ার বালিতে, চীনের প্রেসিডেন্ট সি চিন পিং অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি নরম্যান আলবানিসের সঙ্গে এক বৈঠকে মিলিত হন। 


বৈঠকে সি চিন পিং বলেন, বিগত কয়েক বছরে চীন-অস্ট্রেলিয়া সম্পর্ক সমস্যার সম্মুখীন হয়, যা আমরা দেখতে চাই না। দু’দেশই এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের জন্য গুরুত্বপূর্ণ। তাই দু’দেশের সম্পর্কের সুষ্ঠু উন্নয়ন কাম্য। এটা শুধু দু’দেশের জনগণের স্বার্থের সঙ্গে সঙ্গতিপূর্ণ তা নয়, বরং এতদঞ্চলের তথা বিশ্বের শান্তি ও উন্নয়নের জন্যও গুরুত্বপূর্ণ।


সি চিন পিং বলেন, দু’দেশের উচিত বিতর্ক এড়িয়ে চলা, পরস্পরকে সম্মান করা, এবং পারস্পরিক কল্যাণে কাজ করা। 


তিনি বলেন, দু’দেশের মধ্যে কখনও মৌলিক কোনো বড় সমস্যা ছিল না। দু’দেশের জনগণের মধ্যে ঐতিহ্যবাহী বন্ধুত্ব রয়েছে। দু’পক্ষের উচিত অতীত থেকে শিক্ষা নিয়ে দ্বিপক্ষীয় সম্পর্ককে সঠিক পথে ফিরিয়ে আনা।

 

তিনি আরও বলেন, দু’দেশের মধ্যে বাণিজ্যে সহযোগিতার সম্ভাবনা অনেক। আশা করা যায়, অস্ট্রেলিয়ান সরকার চীনা শিল্পপ্রতিষ্ঠানগুলোর জন্য সেদেশে বিনিয়োগের সুষ্ঠু পরিবেশ সৃষ্টি করবে। (আাকাশ/আলিম/জানিয়া)