খাদ্যশস্য ও জ্বালানিসম্পদ নিয়ে রাজনীতি করা উচিত নয়: সি চিন পিং
2022-11-15 18:54:41

নভেম্বর ১৫: চীনা প্রেসিডেন্ট সি চিন পিং বলেছেন, খাদ্যশস্য ও জ্বালানিসম্পদ নিয়ে রাজনীতি করা উচিত নয়। এ ধরনের তত্পরতার বিরোধিতা করতে হবে। তিনি আজ (মঙ্গলবার) ইন্দোনেশিয়ার বালিতে অনুষ্ঠিত জি-টোয়েন্টির সপ্তদশ শীর্ষসম্মেলনের প্রথম পর্যায়ের অধিবেশনে এ কথা বলেন।

তিনি বলেন, খাদ্যশস্য ও জ্বালানিসম্পদের নিরাপত্তা বৈশ্বিক উন্নয়নের জন্য সবচেয়ে জরুরি বিষয়। বর্তমানে বিশ্বজুড়ে খাদ্যশস্য ও জ্বালানির সংকট সৃষ্টির মূল কারণ সরবরাহ-চেইনে সমস্যা।  এ সমস্যা সমাধানের জন্য সংশ্লিষ্ট পক্ষগুলোর উচিত জাতিসংঘসহ বিভিন্ন বহুপক্ষীয় আন্তর্জাতিক সংস্থার সমন্বয়ে বাজার তত্ত্বাবধানবিষয়ক সহযোগিতা জোরদার করা। (জিনিয়া/আলিম/আকাশ)