বালিতে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্টের সাথে সি চিন পিংয়ের বৈঠক
2022-11-15 20:44:35


নভেম্বর ১৫: আজ (মঙ্গলবার) স্থানীয় সময় বিকালে, ইন্দোনেশিয়ার বালিতে, চীনের প্রেসিডেন্ট সি চিন পিং দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট মাতামেলা সিরিল রামাফোসার সঙ্গে এক বৈঠকে মিলিত হন। 


বৈঠকে সি চিন পিং বলেন, চীন ও দক্ষিণ আফ্রিকা দৃঢ়ভাবে আন্তর্জাতিক ন্যায্যতা ও উন্নয়নশীল দেশগুলোর স্বার্থের পক্ষে কাজ করে চলেছে। চীন বরাবরই কৌশলগত উচ্চতা থেকে দু’দেশের সম্পর্কের ওপর গুরুত্ব দিয়ে আসছে। চীন দক্ষিণ আফ্রিকার সাথে পারস্পরিক রাজনৈতিক আস্থা আরও মজবুত করতে ইচ্ছুক। 


সি চিন পিং বলেন, সিপিসি’র বিংশ জাতীয় কংগ্রেসে ‘সমাজতান্ত্রিক আধুনিক শক্তিশালী দেশের নির্মানকাজ সার্বিকভাবে সম্পন্ন করা এবং চীনা বৈশিষ্ট্যসম্পন্ন আধুনিকায়নের মাধ্যমে চীনা জাতির মহান পুনরুত্থানের কাজকে এগিয়ে নেওয়া’-কে প্রধান মিশন হিসেবে নির্দিষ্ট করা হয়। আশা করি, চীনের উন্নয়ন দক্ষিণ আফ্রিকাসহ বিশ্বের বিভিন্ন দেশের জন্য আরও বেশি সুযোগ বয়ে আনবে। 

 

তিনি আরও বলেন, তাঁর দেশ দক্ষিণ আফ্রিকার সাথে বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানিসহ নানান খাতে সহযোগিতা জোরদার করতে আগ্রহী। দক্ষিণ আফ্রিকায় চীনা শিল্পপ্রতিষ্ঠানগুলোর বিনিয়োগ বৃদ্ধিকেও সমর্থন দেয় বেইজিং। তা ছাড়া, দক্ষিণ আফ্রিকা থেকে উচ্চ গুণগত মানসম্পন্ন পণ্য আমদানি বাড়াবে চীন।  (আকাশ/আলিম/জিনিয়া)