সি-বাইডেন বৈঠক নিয়ে গণমাধ্যমের মুখোমুখি হলেন ওয়াং ই
2022-11-15 10:56:42

নভেম্বর ১৫: গতকাল (সোমবার) চীনের প্রেসিডেন্ট সি চিন পিং ইন্দোনেশিয়ার বালি দ্বীপে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে এক বৈঠকে মিলিত হন।

 

বৈঠকের পর চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই গণমাধ্যমের মুখোমুখি হয়ে সংশ্লিষ্ট বিষয়ে সাংবাদিকদের নানা প্রশ্নের উত্তর দেন।

 

পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেন, যুক্তরাষ্ট্রের প্রস্তাবে প্রেসিডেন্ট সি প্রেসিডেন্ট বাইডেনের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে দু‌ই প্রেসিডেন্ট চীন-মার্কিন সম্পর্ক এবং বিশ্ব শান্তি ও উন্নয়নের ভবিষ্যতসহ নানা গুরুত্বপূর্ণ বিষয়ে মনখোলা, গভীর, ও গঠনমূলক আলোচনা করেন।

 

ওয়াং ই বলেন, বৈঠকটি অত্যন্ত  তাৎপর্যপূর্ণ। এটি গত তিনবছরে দুই প্রেসিডেন্টের এবং বাইডেন প্রেসিডেন্ট হওয়ার পর প্রথম মুখোমুখি বৈঠক। পাশাপাশি, চলতি বছর দু’দেশ তাদের নিজেদের অভ্যন্তরীণ গুরুত্বপূর্ণ আলোচনা সম্পন্ন করার পর দু’দেশের শীর্ষ নেতাদের প্রথম সাক্ষাৎ এটি।

 

তিনি বলেন, তিন ঘণ্টার বেশি সময় ধরে চলা বৈঠকে পারস্পরিক বোঝাপড়া গভীর ছিল। বৈঠকে অনেক বিষয়ে কথা হয়েছে। উভয় নেতা নিজেদের দেশি-বিদেশি নীতি, চীন-মার্কিন সম্পর্ক, তাইওয়ান ইস্যু, বিভিন্ন ক্ষেত্রে সংলাপ ও সহযোগিতা এবং গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ও আঞ্চলিক বিষয়ে কথা বলেছেন।

 

চীনের পররাষ্ট্রমন্ত্রী বলেন, রাষ্ট্র প্রধানদের কূটনীতি চীন-মার্কিন সম্পর্কের উন্নয়নে অপরিহার্য কৌশলগত ভূমিকা পালন করে। বর্তমানে চীন-মার্কিন সম্পর্ক গুরুতর প্রতিকূল পরিস্থিতিতে পড়েছে। এ ক্ষেত্রে দুই নেতা দিক-নির্দেশনার পাশাপাশি পরিকল্পনাও প্রদান করেছেন।

 

ওয়াং ই আরও বলেন, বৈঠকে দু’দেশের শীর্ষ নেতৃত্ব চীন-মার্কিন সম্পর্কের বৈশ্বিক তাৎপর্যের ওপর গুরুত্ব দেন। দু’দেশের সম্পর্ক পরিচালনা নীতি পাকাপোক্ত করায় গুরুত্বারোপ করেন, দ্বিপক্ষীয় সম্পর্ক পুনরায় স্থিতিশীল পথে ফিরিয়ে আনার প্রত্যাশা ব্যক্ত করেন এবং যোগাযোগ ও বিনিময় জোরদার করে বাস্তব সহযোগিতা বেগবান করতে রাজি হন।

 

দুই প্রেসিডেন্টের এ মতৈক্য ভবিষ্যতে চীন-মার্কিন সম্পর্কের উন্নয়নে দিকনির্দেশনা প্রদান করেছে এবং দু’দেশের সম্পর্ক সুষ্ঠু ও স্থিতিশীল পথে ফিরিয়ে আনার জন্য অনুকূল হবে বলে মনে করেন ওয়াং ই।

 

(প্রেমা/এনাম/রুবি)