বালিতে নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রীর সঙ্গে সি চিন পিংয়ের সাক্ষাৎ
2022-11-15 18:58:12

নভেম্বর ১৫: স্থানীয় সময় আজ (মঙ্গলবার), ইন্দোনেশিয়ার বালি দ্বীপে, চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে সাক্ষাতে মিলিত হন নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী মার্ক রুট।

বৈঠকে সি চিন পিং বলেন, দু’দেশের উচিত উচ্চ-পর্যায়ের আদান-প্রদান বাড়ানো; পারস্পরিক রাজনৈতিক আস্থা সুসংহত করা; দ্বিপাক্ষিক সম্পর্ককে সঠিক পথে পরিচালিত করা; কৃষি, জল সংরক্ষণ, জ্বালানি এবং অন্যান্য ক্ষেত্রে সহযোগিতা বাড়ানো।

তিনি বলেন, চীন ও নেদারল্যান্ডসের মধ্যে উন্মুক্ত ও বাস্তবসম্মত ব্যাপক সহযোগিতামূলক অংশীদারিত্বের সম্পর্ক আরও উন্নত হবে। নেদারল্যান্ডস চীন-ইইউ সম্পর্কের সুস্থ ও স্থিতিশীল উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে বলেও আশা করা যায়।

জবাবে প্রধানমন্ত্রী রুট বলেন, তাঁর দেশ চীনের সাথে বিনিময় বজায় রাখবে। উদ্ভাবন ও জলবায়ু পরিবর্তনের মতো বিভিন্ন ক্ষেত্রে তাঁর দেশ চীনের সাথে সংলাপ ও সহযোগিতা প্রসারিত করতে চায় বলেও তিনি উল্লেখ করেন। (জিনিয়া/আলিম/আকাশ)