বর্তমানে মানবজাতির উন্নয়ন গুরুতর চ্যালেঞ্জের মুখে: জি-টোয়েন্টি সম্মেলনে সি চিন পিং
2022-11-15 20:35:01


নভেম্বর ১৫: চীনের প্রেসিডেন্ট সি চিন পিং বলেছেন, বর্তমানে মানবজাতির উন্নয়ন গুরুতর চ্যালেঞ্জের মুখে পড়েছে। সকল দেশের উচিত মানবজাতির অভিন্ন লক্ষ্যের কমিউনিটির চেতনা ধারণ করা এবং শান্তি, উন্নয়ন ও জয়-জয় নীতির ভিত্তিতে পারস্পরিক সহযোগিতা চালিয়ে যাওয়া। তিনি আজ (মঙ্গলবার) ইন্দোনেশিয়ার বালিতে জি-টোয়েন্টির সপ্তদশ শীর্ষ সম্মেলনের প্রথম পর্যায়ের অধিবেশনে এ সব কথা বলেন।


সি চিন পিং বলেন, জি-টোয়েন্টির সদস্যদেশসমূহের উচিত বড় দেশের দায়িত্ব গ্রহণ করে বিভিন্ন দেশের উন্নয়নের জন্য কাজ করা, মানবজাতির কল্যাণে কাজ করা, এবং বিশ্বের অগ্রগতির জন্য ভূমিকা রাখা। 


তিনি আরও বলেন, বৈশ্বিক উন্নয়নের জন্য কাজ করে যেতে হবে। সকল দেশের উচিত পারস্পরিক সম্মান ও শান্তিপূর্ণ সহাবস্থানের ভিত্তিতে নিজেদের মধ্যে বিদ্যমান বিরোধ প্রশমিত করে একটি উন্মুক্ত বৈশ্বিক অর্থনীতি গড়ে তুলতে যৌথভাবে কাজ করে যাওয়া।  (আকাশ/আলিম/জিনিয়া)