সকল দেশের অভিন্ন উন্নয়নই সত্যিকারের উন্নয়ন: সি চিন পিং
2022-11-15 20:36:52


নভেম্বর ১৫: চীনের প্রেসিডেন্ট সি চিন পিং বলেছেন, সকল দেশের অভিন্ন উন্নয়নই সত্যিকারের উন্নয়ন। সব দেশই সমৃদ্ধি চায়। আধুনিকায়ন গুটিকতক দেশের মধ্যে সীমাবদ্ধ থাকা উচিত নয়। তিনি আজ (মঙ্গলবার) ইন্দোনেশিয়ার বালিতে জি-টোয়েন্টির সপ্তদশ শীর্ষ সম্মেলনের প্রথম পর্যায়ের অধিবেশনে এ কথা বলেন।


সি চিন পিং বলেন, কোনো কোনো দেশ তুলনামূলকভাবে বেশি উন্নত। এসব দেশের উচিত আন্তরিকভাবে অন্যান্য দেশের উন্নয়নে সাহায্য করা। চীনের উত্থাপিত ‘বৈশ্বিক উন্নয়ন উদ্যোগ’-এর লক্ষ্য বিশ্বের বিভিন্ন দেশের অভিন্ন উন্নয়ন ও অগ্রগতি।  


তিনি বলেন, চীন ‘বৈশ্বিক উন্নয়ন ও দক্ষিণ-দক্ষিণ সহযোগিতা তহবিল’ প্রতিষ্ঠা করেছে। চীন-জাতিসংঘ শান্তি ও উন্নয়ন তহবিলেও ভবিষ্যতে আরও বেশি অর্থের যোগান দেবে বেইজিং। পাশাপাশি, জাতিসংঘের ‘এজেন্ডা ২০৩০’ বাস্তবায়নেও চীন ইতিবাচক ভূমিকা রেখে যাবে। 


সি চিন পিং আরও বলেন, বালি শীর্ষ সম্মেলনে চীন ১৫টি প্রকল্প প্রস্তাব পেশ করেছে। পাশাপাশি, চীন অন্য ৫টি প্রস্তাবিত প্রকল্প বাস্তবায়নেও অংশগ্রহণ করবে। (আকাশ/আলিম/জিনিয়া)