এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল বড় দেশগুলোর খেলার মাঠ নয়: চীনা মুখপাত্র
2022-11-14 19:18:32


নভেম্বর ১৪: চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং আজ (মোসবার) বেইজিংয়ে এক নিয়মিত প্রেস ব্রিফিংয়ে বলেন, এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল হচ্ছে সহযোগিতা ও উন্নয়নের অঞ্চল, বড় দেশগুলোর খেলার মাঠ নয়।


মুখপাত্র বলেন, সংশ্লিষ্ট দেশসমূহের উচিত স্নায়ুযুদ্ধের চিন্তাধারা ত্যাগ করা এবং এশিয়া ও প্রশান্ত মহাসাগরী অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতাকে নষ্ট করার অপচেষ্টা থেকে বিরত থাকা। 


তিনি আরও বলেন, “যদি সংশ্লিষ্ট দেশ সত্যিকার অর্থে তাইওয়ান প্রণালীর শান্তি ও স্থিতিশিলতা রক্ষা করতে চায়, তাহলে সেদেশের উচিত ‘এক চীননীতি’ মেনে চলা এবং চীনের সাথে একযোগে তাইওয়ানের বিচ্ছিন্নতাবাদীদের বিরোধিতা করা।” 

 (আকাশ/আলিম/জিনিয়া)