দ্বিপক্ষীয় সম্পর্ককে সঠিক পথে ফিরিয়ে আনার প্রচেষ্টা চালাতে যুক্তরাষ্ট্রের প্রতি চীনের আহ্বান
2022-11-14 18:39:57


নভেম্বর ১৪: দ্বিপক্ষীয় সম্পর্ককে স্থিতিশীলতা ও উন্নয়নের সঠিক পথে ফিরিয়ে আনতে যৌথ প্রচেষ্টা চালাতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানায় চীন। ইন্দোনেশিয়ার বালিতে সি চিন পিং-জো বাইডেন বৈঠকের প্রাক্কালে, আজ (সোমবার) বেইজিংয়ে এক প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং।


মুখপাত্র বলেন, যুক্তরাষ্ট্র চীনের সাথে একযোগে কাজ করে বিদ্যমান মতপার্থক্য দূর করবে, পারস্পরিক কল্যাণকর সহযোগিতা এগিয়ে নিয়ে যাবে এবং ভুল বোঝাবুঝি এড়িয়ে চলার চেষ্টা করবে বলে বেইজিং আশা করে।


মাও নিং আরও বলেন, যুক্তরাষ্ট্রের ব্যাপারে চীনা নীতি ও অবস্থান বরাবরই এক ও সুস্পষ্ট। চীন যুক্তরাষ্ট্রের সাথে পারস্পরিক সম্মান, শান্তি, ও জয়-জয় নীতির ভিত্তিতে সহাবস্থান করতে ও সহযোগিতা চালাতে চায়। পাশাপাশি, চীন দৃঢ়ভাবে নিজের স্বার্বভৌমত্ব, নিরাপত্তা, ও উন্নয়নের স্বার্থ রক্ষায় সচেষ্ট থাকবে। (আকাশ/আলিম/জিনিয়া)