ইন্দোনেশিয়া পৌঁছালেন চীনের প্রেসিডেন্ট; বিমানবন্দরে উষ্ণ অভ্যর্থনা
2022-11-14 17:25:49

নভেম্বর ১৪: আজ (সোমবার) চীনের প্রেসিডেন্ট সি চিন পিং একটি বিশেষ বিমানযোগে বেইজিং থেকে ইন্দোনেশিয়ার বালি দ্বীপে পৌঁছান। তিনি সেখানে জি-টোয়েন্টি শীর্ষনেতাদের সপ্তদশ শীর্ষসম্মেলনে অংশ নেবেন।

স্থানীয় সময় বিকেলে প্রেসিডেন্ট সি চিন পিংয়ের বিশেষ বিমান বালির দিনপাছার মুরাহ্‌ রাই আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। ইন্দোনেশিয়ার বিনিয়োগমন্ত্রী লুহুত বিনসার পান্ডজৈতান, বালির গভর্নর, এবং অন্যান্য উচ্চ পর্যায়ের সরকারি কর্মকর্তারা বিমানবন্দরে তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান। ইন্দোনেশিয়ায় চীনের রাষ্ট্রদূত লু খাংও বিমানবন্দরে উপস্থিত ছিলেন।

এ সময় বিমানবন্দরে জাতীয় পোশাক পরা স্থানীয় যুবকরা ঐতিহ্যবাহী ইন্দোনেশিয়ান বাদ্যযন্ত্র বাজিয়ে, ইন্দোনেশিয়ান তরুণীরা ঐতিহ্যবাহী বালিনী নৃত্য নেচে, এবং স্থানীয় শিক্ষার্থীরা চীন ও ইন্দোনেশিয়ার জাতীয় পতাকা নেড়ে প্রেসিডেন্ট সি-কে অভ্যর্থনা জানায়।

পরে, বিমানবন্দর থেকে নির্ধারিত হোটেলে যাওয়ার পথে, স্থানীয় বাসিন্দারা রাস্তার দু’পাশে দাঁড়িয়ে, সি চিন পিং ও তাঁর স্ত্রীকে স্বাগত জানায়। (জিনিয়া/আলিম/আকাশ)