চীনের তরুণ এভিয়েশন-গবেষকদের চিঠির জবাব দিলেন সি চিন পিং
2022-11-13 17:00:29

নভেম্বর ১৩: চীনা কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক, দেশের প্রেসিডেন্ট, ও কেন্দ্রীয় সামরিক কমিশনের চেয়ারম্যান সি চিন পিং গতকাল (শনিবার) চীনের এভিয়েশন ইন্ডাস্ট্রি কর্পোরেশনের শেনইয়াং বিমান শিল্প গ্রুপের ‘লুও ইয়াং যুব কমান্ডো’-র সদস্যদের চিঠির জবাব দেন। চিঠিতে তিনি তাদেরকে চীনা কমিউনিস্ট পার্টির বিংশ জাতীয় কংগ্রেসের চেতনা বাস্তবায়নে কাজ করে যেতে উত্সাহিত করেন।

চিঠিতে সি চিন পিং বলেন, ‘তোমরা কমরেড লুও ইয়াংকে উদাহরণ হিসেবে নাও, বিমান চলাচল খাতে গবেষণায় অবদান রেখে যাও, এবং কঠিন ও বিপজ্জনক কাজে তোমাদের শক্তি ও মেধা প্রয়োগ কর। এই ঐক্য ও সংগ্রামের চেতনা খুবই মূল্যবান।’

তিনি আরও বলেন, ‘চিঠিতে তোমরা লিখেছো যে, তোমাদেরকে অবশ্যই চীনা কমিউনিস্ট পার্টির বিংশ জাতীয় কংগ্রেসের চেতনা উপলব্ধি করতে ও বাস্তবায়ন করতে হবে। এ খুবই ভালো কথা। আমি আশা করি, তোমরা বিমান চালনার মাধ্যমে দেশের সেবা করার চেতনা নিয়ে সামনে এগিয়ে যাবে, বিমান শিল্পের উচ্চ-মানের উন্নয়নের জন্য সক্রিয় পদক্ষেপ গ্রহণ করবে, এবং এ খাতে নতুন নতুন অবদান রাখবে।’

উল্লেখ্য, ২০১২ সালে চীনের এভিয়েশন ইন্ডাস্ট্রি কর্পোরেশনের শেনইয়াং বিমান শিল্প গ্রুপের চেয়ারম্যান ও মহা-ব্যবস্থাপক লুও ইয়াং দায়িত্ব পালনকালে মৃত্যুবরণ করেন। সম্প্রতি শেনইয়াং বিমান শিল্প গ্রুপের প্রথম ব্যাচের ‘লুও ইয়াং যুব কমান্ডো’-র তরুণ প্রতিনিধিরা সি চিন পিংকে লেখা চিঠিতে সংশ্লিষ্ট খাতে গত দশ বছরের বৈজ্ঞানিক গবেষণার ফলাফল তুলে ধরেন। চিঠিতে তাঁরা কঠোর পরিশ্রমের মাধ্যমে দেশের সেবা করে যাওয়ার দৃঢ় সংকল্পও প্রকাশ করেন। (জিনিয়া/আলিম/আকাশ)