চীন-আসিয়ান বন্ধুত্বপূর্ণ সহযোগিতার পথ আরও বিস্তৃত হবে: চীনা প্রধানমন্ত্রীর আশাবাদ
2022-11-12 20:52:04


নভেম্বর ১২: চীনের প্রধানমন্ত্রী লি খ্য ছিয়াং গতকাল (শুক্রবার) নমপেনে ২৫তম চীন-আসিয়ান শীর্ষ সম্মেলনে বলেন, দু’পক্ষের বন্ধুত্বপূর্ণ সহযোগিতার পথ ভবিষ্যতে আরও বিস্তৃত হবে বলে তিনি আশাবাদী। 


লি খ্য ছিয়াং বলেন, আসিয়ানভুক্ত দেশসমূহের সাথে সহযোগিতার ওপর বিশেষ গুরুত্ব দিতে চায় তাঁর দেশ। পাশাপাশি, আসিয়ানের সাথে বিভিন্ন সুযোগ-সুবিধা ভাগাভাগি করে অভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় আগ্রহী চীন। বেইজিং আরও ঘনিষ্ঠ চীন-আসিয়ান অভিন্ন লক্ষ্যের কমিউনিটিও প্রতিষ্ঠা করতে চায়। 


তিনি বলেন, দু’পক্ষের উচিত উন্নয়ন ও সহযোগিতার প্রশ্নে মতৈক্য সম্প্রসারণ করা; সার্বিক কৌশলগত অংশীদারিত্বের সম্পর্ক উন্নয়নের কর্ম-পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে দ্বিপক্ষীয় বাস্তব সহযোগিতা উন্নততর করা; উন্নয়নের প্রাণশক্তি জোরদার করা; দ্বিপক্ষীয় বাণিজ্যিক ও বিনিয়োগ সহযোগিতার মান উন্নত করা। 


লি খ্য ছিয়াং বলেন, চীন দক্ষিণ চীন সাগরে শান্তিরক্ষায় এবং পারস্পরিক সহযোগিতা বাস্তবায়নে আসিয়ানভুক্ত দেশসমূহের সাথে একযোগে কাজ করে যেতে চায়। 


তিনি আরও বলেন, বিগত দশ বছরে চীন-আসিয়ান শীর্ষ সম্মেলনে চীন ১৬০টিরও বেশি সহযোগিতামূলক প্রকল্প-প্রস্তাব পেশ করে, যার ৯৯.৫ শতাংশ বাস্তবায়িত হয়েছে। 


সম্মেলেনশেষে, ‘দক্ষিণ চীন সাগরে সংশ্লিষ্ট পক্ষগুলোর আচরণসংক্রান্ত ঘোষণাপত্র স্বাক্ষরের কুড়িতম বার্ষিকী স্মরণে যৌথ বিবৃতি’ প্রকাশিত হয়। (আকাশ/আলিম/জিনিয়া)