নমপেনে জাপানি প্রধানমন্ত্রী, কোরীয় প্রেসিডেন্ট, ও ফিলিপিন্সের প্রেসিডেন্টের সঙ্গে লি খ্য ছিয়াংয়ের বৈঠক
2022-11-12 19:41:28

নভেম্বর ১২: স্থানীয় সময় আজ (শনিবার) চীনের প্রধানমন্ত্রী লি খ্য ছিয়াং কম্বোডিয়ার রাজধানী নমপেনে পূর্ব-এশিয়া সহযোগিতা বিষয়ক শীর্ষনেতাদের ধারাবাহিক সম্মেলনে অংশ নেন। এ সময় তিনি জাপানের প্রধানমন্ত্রী, দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ও ফিলিপিন্সের প্রেসিডেন্টের সঙ্গে আলাদাভাবে বৈঠকেও মিলিত হন।

জাপানি প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে লি বলেন, চীন ও জাপানের উচিত পারস্পরিক রাজনৈতিক, অর্থনৈতিক, বাণিজ্যিক ও সাংস্কৃতিক সহযোগিতা জোরদার করা। জবাবে জাপানি প্রধানমন্ত্রী বলেন, চীনের সঙ্গে সম্পর্ক উন্নয়নে প্রচেষ্টা চালিয়ে যাবে তাঁর দেশ।

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাতে লি বলেন, দু’দেশের উচিত অভিন্ন সম্মান ও জয়-জয় সহযোগিতার মনোভাব নিয়ে সহযোগিতা চালিয়ে যাওয়া। জবাবে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট বলেন, চীনের সঙ্গে পারস্পরিক সম্মান ও কল্যাণের ভিত্তিতে সহযোগিতার সম্পর্ক আরও জোরদার করতে ইচ্ছুক তাঁর দেশ।

ফিলিপিন্সের প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাতে লি বলেন, মতভেদের চেয়ে দু’দেশের অভিন্ন স্বার্থ বেশি। চীন ফিলিপিন্সসহ আসিয়ানভুক্ত দেশগুলোর সঙ্গে পারস্পরিক সম্মানের ভিত্তিতে যৌথভাবে দক্ষিণ চীন সাগরের শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে ইচ্ছুক। জবাবে ফিলিপিন্সের প্রেসিডেন্ট বলেন, চীনের সঙ্গে উচ্চ পর্যায়ের বিনিময় জোরদার করতে ইচ্ছুক ম্যানিলা। (জিনিয়া/আলিম/আকাশ)