চীন-মার্কিন সম্পর্কের স্থিতিশীল উন্নয়ন বিশ্বের সকল দেশের অভিন্ন চাওয়া: বেইজিং
2022-11-12 17:47:41

নভেম্বর ১২: চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র চাও লি চিয়ান গতকাল (শুক্রবার) বেইজিংয়ে এক নিয়মিত প্রেস ব্রিফিংয়ে বলেন, চীন-মার্কিন সম্পর্কের স্থিতিশীল উন্নয়ন দুই দেশের স্বার্থের সঙ্গে সঙ্গতিপূর্ণ এবং বিশ্বের সকল দেশের অভিন্ন চাওয়াও বটে।

তিনি বলেন, চীন দু’দেশের সম্পর্ককে পারস্পরিক শ্রদ্ধা, শান্তিপূর্ণ সহাবস্থান, ও জয়-জয় সহযোগিতার দৃষ্টিকোণ থেকে দেখে থাকে। যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক উন্নয়নের জন্য প্রচেষ্টা চালানোর পাশাপাশি, চীন নিজের সার্বভৌমত্ব, নিরাপত্তা এবং উন্নয়নের স্বার্থ রক্ষার ব্যাপারেও সচেতন।

মুখপাত্র আরও বলেন, যুক্তরাষ্ট্র পারস্পরিক শ্রদ্ধার মনোভাব নিয়ে চীনের সঙ্গে কাজ করবে এবং বিশ্বের স্থিতিশীলতা ও উন্নয়নের ধারা বজায় রাখার স্বার্থে দায়িত্বশীল ভূমিকা পালন করবে বলে বেইজিং আশা করে। (জিনিয়া/আলিম/আকাশ)