খাদ্য নিরাপত্তাবিষয়ক আন্তর্জাতিক সেমিনারে সি চিন পিংয়ের লিখিত বক্তব্য পেশ
2022-11-12 20:59:56


নভেম্বর ১২: আজ (শনিবার) বেইজিংয়ে আয়োজিত ‘হাইব্রিড ধান এবং বিশ্ব খাদ্য নিরাপত্তা’ শীর্ষক এক আন্তর্জাতিক সেমিনারে চীনা প্রেসিডেন্ট সি চিন পিংয়ের একটি লিখিত বক্তব্য পড়ে শোনানো হয়। 


লিখিত বক্তব্যে সি চিন পিং বলেন, খাদ্য নিরাপত্তা মানবজাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। অর্ধ শতাব্দি আগে হাইব্রিড ধানের গবেষণায়  চীন প্রথম সাফল্য অর্জন করে। ১৯৭৯ সাল থেকে হাইব্রিড ধান পর্যায়ক্রমে বিশ্বের ৭০টি দেশে ছড়িয়ে পড়ে। ফলে বিভিন্ন দেশে শস্য উত্পাদন অনেক বৃদ্ধি পায়। বস্তুত, হাইব্রিড ধান ছিল উন্নয়নশীল দেশগুলোর খাদ্যের অভাব মেটাতে একটি কার্যকর চীনা পদ্ধতি। 


সি চিন পিং জোর দিয়ে বলেন, বর্তমানে বিশ্ব খাদ্য নিরাপত্তা পরিস্থিতি অনেক জটিল। বিশ্বের বিভিন্ন দেশের সাথে একযোগে বৈশ্বিক উন্নয়ন উদ্যোগকে এগিয়ে নিয়ে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে ও দারিদ্র্য মোকাবিলা খাতে সহযোগিতা জোরদার করতে চায় চীন। 


তিনি আরও বলেন, চীন সকল দেশের সঙ্গে যৌথভাবে জাতিসংঘের ‘এজেন্ডা ২০৩০’ বাস্তবায়ন করে একটি ক্ষুধামুক্ত ও দারিদ্র্যমুক্ত বিশ্ব গড়ে তুলতে আরও বেশি অবদান রাখতে ইচ্ছুক।  

(আকাশ/আলিম/জিনিয়া)