বিদেশিদের জন্য উন্মুক্ত থাকবে চীনের বাজার
2022-11-11 17:39:08

নভেম্বর ১১: গতকাল (বৃহস্পতিবার) জার্মানির ৮টি শীর্ষ কোম্পানির  প্রধান নির্বাহী কর্মকর্তাগণ (সিইও) যৌথভাবে একটি প্রবন্ধ প্রকাশ করেছেন।

 

প্রবন্ধে তারা চীনের মৌলিক বৃদ্ধি বজায় রাখার ব্যাপারে আশাবাদী বলে উল্লেখ করেছেন। তারা মনে করেন, জার্মান কোম্পানির চীনে ব্যবস্থাপনা কোম্পানিগুলোর প্রতিদ্বন্দ্বিতা ক্ষমতা জোরদার করবে, যা জার্মানির অর্থনীতির উন্নয়নের জন্য সহায়ক হবে।

 

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র চাও লি চিয়ান আজ (শুক্রবার) নিয়মিত এক সংবাদ সম্মেলনে এ প্রসঙ্গে  বলেছেন, চীন ও জার্মানি বিশ্বের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক সত্তা এবং পরস্পরের সহযোগিতামূলক অংশীদার। গেল ৫০ বছরে দু দেশের বাণিজ্যের পরিমাণ হাজার গুণ বেড়েছে। চলতি বছরের প্রথম নয় মাসে চীনে জার্মান বিনিয়োগ ১১৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

 

তিনি বলেন, চীন ও জার্মানি কল্যাণের নীতিতে অবিচল রয়েছে। এবং এসব অর্জন সহযোগিতা গভীর করার ফলাফল এবং জার্মান কোম্পানির ইতিবাচক অংশগ্রহণ এতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।

 

চীনা মুখপাত্র বলেন, চীন বিদেশিদের জন্য উন্মুক্ত থাকবে এবং বাজারে আইনগত ও আন্তর্জাতিক ব্যবসা পরিবেশ তৈরি করবে। তা জার্মানিসহ নানা দেশের কোম্পানির জন্য চীনে বিনিয়োগ সুবিধা ও সুযোগ সৃষ্টি করবে। (শিশির/এনাম/রুবি)