আসন্ন বালি শীর্ষসম্মেলন, অ্যাপেকের অনানুষ্ঠানিক শীর্ষসম্মেলনে প্রেসিডেন্ট সি’র যোগদান তাৎপর্যপূর্ণ
2022-11-11 19:22:15

নভেম্বর ১১: চীনের প্রেসিডেন্ট সি চিন পিং আগামী ১৪ থেকে ১৭ নভেম্বর ইন্দোনেশিয়ার বালি দ্বীপে ১৭তম জি-২০ শীর্ষসম্মেলন, ১৭ থেকে ১৯ নভেম্বর পর্যন্ত থাইল্যান্ডে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক সহযোগিতা সংস্থার (অ্যাপেক) অনানুষ্ঠানিক শীর্ষসম্মেলন যোগ দেবেন এবং থাইল্যান্ড সফর করবেন। 

 

আজ (শুক্রবার) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া ছুন ইং এ তথ্য জানান।

 

এদিকে, চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র চাও লি চিয়ান আজ  অনুষ্ঠিত নিয়মিত এক সাংবাদিক সম্মেলনে বলেছেন, সিপিসি’র বিংশতম জাতীয় কংগ্রেসের পর চীনের শীর্ষ নেতা সি চিন পিং  প্রথমবারের মতো বহুপক্ষীয় শীর্ষসম্মেলনে যোগ দিচ্ছেন।

 

তিনি বলেন, বর্তমানে শত বছরের অদেখা পরিবর্তন দ্রুত ঘটছে। মহামারির পরিস্থিতি ওঠানামা  করছে। বৈশ্বিক উন্নয়ন চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে। জি-২০ আন্তর্জাতিক অর্থনৈতিক সহযোগিতার প্রধান ফোরাম হিসেবে সকলের উচিত সহযোগিতা ও সংহতি জোরদার করা এবং সামষ্টিক অর্থনৈতিক নীতি সমন্বয় করা। 

 

তিনি বলেন, জি-২০’র চেয়ারম্যান দেশ ইন্দোনেশিয়ার কার্যক্রমকে সমর্থন করে চীন। বিভিন্ন পক্ষ বিশ্ব অর্থনীতি পুনরুদ্ধার এবং এজেন্ডা ২০৩০’র টেকসই উন্নয়নসহ নানা ক্ষেত্রে মতৈক্য অর্জনের যৌথ প্রচেষ্টা চালাবে বলে আশা প্রকাশ করে বেইজিং।

 

চাও লি চিয়ান আরও বলেন, অ্যাপেকের অনানুষ্ঠানিক শীর্ষসম্মেলনে সি চিন পিং’র যোগদান এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলমুখী চীনের শীর্ষনেতার গুরুত্বপূর্ণ কূটনৈতিক তৎপরতা। তাতে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে অর্থনৈতিক সহযোগিতার ওপর চীনের গুরুত্বারোপ প্রতিফলিত হয়েছে। চীনের প্রেসিডেন্ট সি চিন পিং এ শীর্ষসম্মেলনে গুরুত্বপূর্ণ ভাষণ দেবেন।

 

সকলে মিলে এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অভিন্ন স্বার্থের কমিউনিটি গঠনের চেতনায় সহযোগিতা গভীর করে ‘অ্যাপেকের পুত্রাজায়া ভিশন ২০৪০’ বাস্তবায়নের জন্য যৌথ প্রচেষ্টা চালাবে বলে আশা করে চীন।

(রুবি/এনাম/শিশির)