চীনের জে ১৬ ফাইটার জেট এয়ার শো চায়নায় দর্শক মাতাচ্ছে
2022-11-11 16:02:33

নভেম্বর ১১, সিএমজি বাংলা ডেস্ক:  একটি জে ১৬ ফাইটর জেট দক্ষিণ চীনের কুয়াংতুং প্রদেশের চুহাই সিটিতে চলমান এয়ারশো চায়নায় দর্শকদের মুগ্ধ করেছে। ফাইটার জেটটি অসামান্য উড্ডয়ন কৌশল ও  চমৎকার নৈপুণ্যে দর্শকদের মন ভরিয়ে দেয়।

 

জেটটি খুব নিচু দিয়ে উড়ে যায়, কঠিন বাঁক নেয়, খাড়াভাবে ওড়ে ও ভারীবোঝাসহ আকাশে ডিগবাজি খেয়ে প্রযুক্তির খেলা দেখায়।

 

দুই-সিট, ডুয়াল-ইঞ্জিন জেটটি একটি বহু-কার্যকরী ভারী ফাইটার, যার বোমা লোড করার ক্ষমতা প্রায় আট টন। এটি ভিজ্যুয়াল-রেঞ্জের বাইরে এয়ার-টু-এয়ার এবং এয়ার-টু-শিপ স্ট্রাইক ক্ষমতা সহ অলরাউন্ডার হিসাবে কাজ করে।

 

২০১৭ সালে প্রথমবারের মতো জে ১৬ ফাইটার প্লেনগুলো পিপলস লিবারেশন আর্মির ৯০তম বার্ষিকী উদযাপনের সময় প্রথমবারের মতো প্যারেডে অংশ নিয়ে নৈপুণ্য প্রদর্শন করে।

 

শান্তা/রহমান