ঘাসফড়িং
2022-11-11 15:49:51

১৯৮৫ সালে প্রতিষ্ঠিত ঘাসফড়িং চীনের হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চলের একটি সঙ্গীতদল। ছাই ইজি, সু জিওয়েই এবং ছাই ই চিয়ে মিলে সঙ্গীতদলটি গঠন করেন। ১৯৮৬ সালে সঙ্গীতদলটি ল্যাম অ্যান্ড ল্যাম্ব এন্টারটেইনমেন্ট লিমিডেটের সঙ্গে চুক্তি স্বাক্ষর করে। ১৯৮৮ সালে সঙ্গীতদলটি আনুষ্ঠানিকভাবে শোবিজে উন্নয়ন করতে শুরু করে। একই বছরের ২৬ ফেব্রুয়ারিতে ঘাসফড়িং নিজের নামে প্রথম ক্যান্টনিজ অ্যালবাম “ঘাসফড়িং” প্রকাশ করে হংকং সঙ্গীত জগতে খুব জনপ্রিয় সঙ্গীতদলে পরিণত হয়। পরবর্তী বছর সঙ্গীতদলটি বেশ কয়েকটি সঙ্গীত পুরস্কারে নতুন শিল্পী পুরস্কার জিতে। সে বছরের ১৮ অক্টোবর তাদের দ্বিতীয় অ্যালবাম “রেসিং মিক্স” প্রকাশিত হয়। একই বছর অ্যালবাম দিয়ে সঙ্গীতদল জেড সলিড গোল্ড অ্যাওয়ার্ডস উপস্থাপনায় সেরা জনপ্রিয় নতুন শিল্পী পুরস্কার জিতে। ১৯৮৯ সালের ২১ জুন ঘাসফড়িং তৃতীয় অ্যালবাম “ঘাসফড়িং-৩” প্রকাশ করে।

কিছুক্ষণ আগে আপনারা যে গানটি শুনেছেন, তা সঙ্গীতদল ঘাসফড়িংয়ের “ঘাসফড়িং-৪” থেকে নেয়া। ‘অর্ধেক হৃদয়’সহ অ্যালবামে মোট ১১টি গান অন্তর্ভুক্ত হয়। গানটির ম্যান্ডারিন ও ক্যান্টনিজ দু’টো সংস্করণ আছে। যা যথাক্রমে ১৯৯০ সালের মার্চে প্রকাশিত ক্যান্টনিজ অ্যালবাম এবং অক্টোবর মাসে প্রকাশিত ম্যান্ডারিন অ্যালবামে অন্তর্ভুক্ত হয়। একই বছরের ৩০ মে সঙ্গীতদলের প্রথম ম্যান্ডারিন অ্যালবাম “এক্সপ্রেস ডেলিভারি” প্রকাশিত হয়। এতে “এক্সপ্রেস ডেলিভারি এবিসি”-সহ মোট দশটি গান অন্তর্ভুক্ত হয়। সে বছরের ৬ সেপ্টেম্বর সঙ্গীতদল প্রথম সিলেক্টেড অ্যালবাম “গ্রাসোফার দ্য বেস্ট” প্রকাশ করে। 

 

১৯৯১ সালের ২৪ মে ঘাসফড়িং “তোমার জন্য কেঁদে চোখ লাল করে ফেললাম” নামক অ্যালবাম প্রকাশ করে। সে বছরের ১৬ জুলাই সঙ্গীতদল ক্যান্টনিজ অ্যালবাম “তুমিই সব” প্রকাশ করে। অ্যালবামে “সাম্বাকে দোষারোপ করে” নামক গানটি জেড সলিড গোল্ড অ্যাওয়ার্ডস উপস্থাপনায় সেরা মিউজিক ভিডিও পরিবেশনা পুরস্কার জিতে। আর নভেম্বরে গানটির একই নামের অ্যালবাম “সাম্বাকে দোষারোপ করে” প্রকাশিত হয়। 

 

১৯৯৩ সালের ২৬ মার্চে সঙ্গীতদলটি ম্যান্ডারিন ভাষার সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করে। আর ১৫ জুন তাদের ম্যান্ডারিন অ্যালবাম “দুখী খুকুমণি” প্রকাশিত হয়। অ্যালবামের শিরোনাম সংগীত সঙ্গীতদলের প্রতিনিধিত্বমূলক শিল্প-কর্মগুলির অন্যতমে পরিণত হয়। একই বছর তারা হংকংয়ের অন্য দু’জন নারী কণ্ঠশিল্পীর সঙ্গে গাওয়া “উও বম বা” গানটি জেড সলিড গোল্ড অ্যাওয়ার্ডস উপস্থাপনায় সেরা মিউজিক ভিডিও পরিবেশনা পুরস্কার জিতে। 

“রাত হয়ে গেছে” সঙ্গীতদল ঘাসফড়িংয়ের একটি গান। গানটি তাদের ১৯৯২ সালের ১ ডিসেম্বর প্রকাশিত “অনিচ্ছা অনুভূতি” নামক অ্যালবামে অন্তর্ভুক্ত হয়। চলুন, এখন আমি আপনাদের সঙ্গে গানটি উপভোগ করব, কেমন? (গান-৬)

 

কেমন লেগেছে গানটি, বন্ধুরা? গান শুনতে শুনতে বিদায়ের সময় চলে এসেছে। তাহলে অনুষ্ঠানের শেষে আমি আপনাদের সঙ্গীতদল ঘাসফড়িংয়ের আরেকটি গান শোনাতে চাই। গানের নাম ‘কেন নারী হয়ে জন্ম নেয়নি’ । আশা করি, আজকের গানগুলি আপনাদের ভাল লেগেছে। (গান-৭)

 

(প্রেমা/এনাম)