পর্দা নামলো পঞ্চম আমদানি মেলার
2022-11-11 14:55:46

নভেম্বর ১১: গতকাল  (বৃহস্পতিবার) চীন আন্তর্জাতিক আমদানি মেলা সমাপ্ত হয়েছে। এবারের মেলা ছিল সফল, চিত্তাকর্ষক ও ফলপ্রসূ এবং তার অভীষ্ট লক্ষ্য অর্জিত হয়েছে।

 

মোট ১২৭টি দেশ ও অঞ্চলের ২ হাজার ৮ শতাধিক প্রতিষ্ঠান প্রদর্শনীতে অংশ নেয়। গত ৫ থেকে ১০ নভেম্বর পর্যন্ত ৪৩৮টি প্রতিনিধিত্বকারী নতুন পণ্য, নতুন প্রযুক্তি ও নতুন পরিষেবা তাতে প্রদর্শিত হয়।

 

প্রথমবারের মতো প্রতিষ্ঠিত ডিজিটাল আমদানি মেলা প্ল্যাটফর্ম বিশ্ব প্রতিষ্ঠান ক্লাউড লাইভ স্ট্রিমিং, ক্লাউড আলোচনা ও ক্লাউড স্বাক্ষর প্ল্যাটফর্ম প্রতিষ্ঠা করেছে।

 

মেলা চলাকালে চীনের ৪৩টি সরকারি ও খাত বিনিময় দল প্রায় ৭শ’ শাখা বিনিময় দল বিক্রি করে বেশ কিছু কৌশলগত সহযোগিতা ও চুক্তি সই করার ইচ্ছায় পৌঁছে।

 

বিশ্বের ৪ সহস্রাধিক মাঝারি ও ছোট প্রতিষ্ঠান বাণিজ্যিক বিনিয়োগ সংযুক্ত সম্মেলনে নাম লেখায়, এবং অনলাইন ও অফলাইন সংযুক্ত কার্যক্রম তৎপর হয়।

 

(প্রেমা/এনাম/ছাই)