চীন-আসিয়ান শীর্ষ সম্মেলনে যোগ দিয়েছেন চীনা প্রধানমন্ত্রী
2022-11-11 19:16:30

নভেম্বর ১১: চীনের প্রধানমন্ত্রী লি খ্য ছিয়াং আজ (শুক্রবার) কম্বোডিয়ার রাজধানী নমপেনে ২৫তম চীন-আসিয়ান শীর্ষ সম্মেলনে যোগ দিয়েছেন।

 

করোনা মহামারির পর এবারই প্রথম সরাসরি অনুষ্ঠিত হচ্ছে চীন-আসিয়ান শীর্ষ সম্মেলন।

 

১৯৯১ সাল থেকে চীন ও আসিয়ানের মধ্যে বৈঠক ব্যবস্থা প্রতিষ্ঠার পর দ্বিপাক্ষিক সম্পর্কের ব্যাপক উন্নয়ন হয়েছে। চীন টানা ১৩ বছর ধরে আসিয়ানের বৃহত্তম বাণিজ্যিক অংশীদারের অবস্থান ধরে রেখেছে।

 

২০২১ সালে চীন ও আসিয়ানের মধ্যে সার্বিক কৌশলগত অংশীদারিত্বের সম্পর্ক প্রতিষ্ঠিত হয়েছে। বর্তমানে আসিয়ানের সঙ্গে দ্বিপাক্ষিক অবাধ বাণিজ্য অঞ্চল গঠন এবং আরও ঘনিষ্ঠ অভিন্ন স্বার্থের কমিউনিটি গঠনের প্রচেষ্টা চালাচ্ছে বেইজিং।

(রুবি/এনাম/শিশির)