আন্তর্জাতিক জলাভূমি-শহর হিসাবে স্বীকৃত পেয়েছে চীনের ৭ শহর
2022-11-11 16:07:34

নভেম্বর ১১, সিএমজি বাংলা ডেস্ক: বিশ্বের ১৩টি দেশের ২৫টি শহর আন্তর্জাতিক জলাভূমি-শহর হিসাবে স্বীকৃতি পেয়েছে৷ বৃহস্পতিবার রামসার কনভেনশনে স্বীকৃতি পাওয়া শহরগুলোর মধ্যে ৭টিই চীনা শহর।

জলাভূমি বিষয়ক রামসার কনভেনশনের পক্ষগুলোর সম্মেলনের ১৪তম অধিবেশন বা কপ-১৪ চলাকালীন এক অনুষ্ঠানে এ স্বীকৃতি দেওয়া হয়।

স্বীকৃতিপ্রাপ্ত অন্য ১৮টি শহর কানাডা, ফ্রান্স, ইন্দোনেশিয়া, ইরান, ইরাক, জাপান, মরক্কো, দক্ষিণ কোরিয়া, রুয়ান্ডা, দক্ষিণ আফ্রিকা, স্পেন ও থাইল্যান্ডের।

সাতটি চীনা শহরের মধ্যে রয়েছে আনহুই প্রদেশের হেফেই, শানতুং প্রদেশের চিনিং, ছংছিং প্রদেশের লিয়াংফিং, চিয়াংসি প্রদেশের নানছাং, লিয়াওনিং প্রদেশের পানচিং, হুবেই প্রদেশের উহান এবং চিয়াংসু প্রদেশের ইয়ানছাং।

আনহুই প্রদেশের হেফেইতে পাঁচটি জাতীয় জলাভূমি পার্ক এবং তিনটি প্রাদেশিক জলাভূমি পার্ক, যেখানে জলাভূমি সুরক্ষা হার প্রদেশের মধ্যে সর্বোচ্চ -- ৭৫ শতাংশ। শানতুং প্রদেশের চিনিংয়ে ৩২টি জলাভূমি শহর, ৫৬টি জলাভূমি গ্রাম এবং ১২৪টি ক্ষুদ্র জলাভূমি রয়েছে। আর ছংছিং পৌরসভার লিয়াংফিং হলো দক্ষিণ-পশ্চিম চীনের একমাত্র জলাভূমি শহর, যেখানে জৈব শিল্প, স্থানীয় গেস্টহাউস ও পরিবেশ পর্যটনের বৈশিষ্ট্যযুক্ত ৪ শতাধিক মডেল মাইক্রো-ওয়েটল্যান্ড রয়েছে।

জিয়াংসি প্রদেশের নানচাংয়ে রয়েছে আন্তর্জাতিকভাবে গুরুত্বপূর্ণ দুটি জলাভূমি, ৮টি জাতীয় জলাভূমি পার্ক, প্রাদেশিকভাবে গুরুত্বপূর্ণ ৪টি জলাভূমি এবং ৫টি প্রাদেশিক জলাভূমি পার্ক।

স্বীকৃতি প্রদান অনুষ্ঠানে বক্তৃতায় রামসার কনভেনশনের মহাসচিব মুসোন্ডা মুম্বা জলাভূমি-শহরগুলোকে অভিনন্দন জানান এবং কপ-১৪’র আয়োজক শহর উহানে তার সফরের কথা স্মরণ করেন।

 

 রহমান/শান্তা

তথ্য ও ছবি: চায়না ডেইলি