শেষ হল বিশ্ব ইন্টারনেট সম্মেলন
2022-11-11 16:29:15

নভেম্বর ১১: আজ (শুক্রবার) সকালে ২০২২ সালের বিশ্ব ইন্টারনেট সংস্থার উচেন সম্মেলন সমাপ্ত হয়েছে। 

 

সম্মেলন চলাকালে মোট ২০টি সাব-ফোরাম অনুষ্ঠিত হয়। তাতে ১২০টি দেশ এবং অঞ্চলের ২১০০ জনেরও বেশি অতিথি অনলাইন এবং অফলাইনে অংশগ্রহণ করেছে, যা সর্বকালের সর্বোচ্চ।

 

সম্মেলনে বিশ্বব্যাপী উন্নয়ন উদ্যোগ, ডিজিটাল সহযোগিতা, ডিজিটাল অর্থনীতি, নেটওয়ার্ক যোগাযোগ এবং শান্তিপূর্ণ উন্নয়নসহ নানা বিষয় নিয়ে গভীরভাবে মতবিনিময় ও আলোচনা হয়েছে।

 

ডিজিটাল সহযোগিতার মাধ্যমে পারস্পরিক কল্যাণ এবং ডিজিটাল অর্থনীতির উদ্ভাবনী উন্নয়ন জোরদার করার বিষয়ে ব্যাপক ঐকমত্য গঠিত হয়েছে।

 

‘হাতে হাত রেখে ইন্টারনেট স্পেসে অভিন্ন লক্ষ্যের কমিউনিটি গড়ে তোলা’ এবং ‘গ্লোবাল ডিজিটাল ডেভেলপমেন্ট পথ তৈরি করা’সহ নানা প্রস্তাব সকলের স্বীকৃত এবং সাড়া পেয়েছে।

 

তা ছাড়া, চলতি বছরের সম্মেলনে বিশ্বজুড়ে ইন্টারনেটের বিজ্ঞান ও প্রযুক্তির উন্নয়নের সর্বশেষ সাফল্য তুলে ধরা হয়। ইন্টারনেট পণ্য প্রকল্পে জড়িত মেধাবীদের যোগাযোগের প্লাটফর্ম প্রতিষ্ঠিত এবং বিশ্ব ইন্টারনেট সম্মেলনের নকশা প্রকাশিত হয়েছে।

লিলি/এনাম/রুবি