কম্বোডিয়ায় আসিয়ান শীর্ষ সম্মেলন শুরু
2022-11-11 15:37:35

নভেম্বর ১১: আসিয়ান শীর্ষ সম্মেলন আজ (শুক্রবার) কম্বোডিয়ার নমপেনে উদ্বোধন হয়েছে। করোনা মহামারি শুরুর পর আসিয়ান নেতারা এবার প্রথমবারের মতো মুখোমুখি সম্মেলনে কথা বলেছেন।

 

কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন সেন সম্মেলনে অংশগ্রহণকারী নেতাদের প্রতি একসাথে বর্তমানের চ্যালেঞ্জ মোকাবিলা করে আসিয়ান  কমিউনিটি গঠন এগিয়ে নিয়ে যাবার আহ্বান জানিয়েছেন।

 

আসিয়ান শীর্ষ সম্মেলন প্রতিবছর দু’বার অনুষ্ঠিত হয়। করোনা মহামারির কারণে চলতি বছর দুটি সম্মেলন (৪০তম ও ৪১তম) একসাথে অনুষ্ঠিত হচ্ছে।

 

স্বাগত বক্তব্যে হুন সেন বলেছেন, চলতি বছর পালিত হয়েছে আসিয়ান প্রতিষ্ঠার ৫৫তম বার্ষিকী। আসিয়ান সদস্যরা সমন্বয় ও সহযোগিতার মনোভাব নিয়ে মহামারি-পরবর্তী সময়ে অর্থনীতির পুনরুদ্ধার, আঞ্চলিক নিরাপত্তা, ও জলবায়ু পরিবর্তনসহ নানা বিষয়ে বহুপক্ষীয় আলোচনা করবে।

 

এবারের দুটো আসিয়ান শীর্ষ সম্মেলন ১১-১৩ নভেম্বর অনুষ্ঠিত হচ্ছে। পাশাপাশি অনুষ্ঠিত হবে ২৫তম চীন-আসিয়ান শীর্ষ সম্মেলন, ২৫তম আসিয়ান ও চীন, জাপান ,দক্ষিণ কোরিয়া শীর্ষ সম্মেলন এবং ১৭তম পূর্ব এশিয়া শীর্ষ সম্মেলন। (শিশির/এনাম/রুবি)