জলবায়ু সম্মেলনের চায়না কর্নারে চীনের জলবায়ু পরিবর্তন ইস্যুতে উপ-সম্মেলন
2022-11-11 17:02:26

নভেম্বর ১১: জাতিসংঘ জলবায়ু পরিবর্তন কাঠামো চুক্তি স্বাক্ষরকারীদের ২৭তম সম্মেলনের চায়না কর্নারে গতকাল(বৃহস্পতিবার) চীনের জলবায়ু পরিবর্তনের সঙ্গে উপযোগী কৌশল ও অভিযান-সংক্রান্ত এক উপ-সম্মেলন আয়োজিত হয়েছে।

 

চীনের জলবায়ু পরিবর্তন-সংক্রান্ত বৈঠকের প্রতিনিধি দলের নেতা ও প্রাকৃতিক পরিবেশ উপমন্ত্রী চাও ইং মিন তাতে ভাষণ দিয়েছেন।

 

ভাষণে চাও ইং মিন বলেন, ধীরে চলা এবং খাপ খাওয়ানো জলবায়ু পরিবর্তন মোকাবিলার দুটি উপায়। দুটোই গুরুত্বপূর্ণ। জলবায়ু পরিবর্তন ইতোমধ্যে ঘটে চলছে। তাই নানা দেশ ও অঞ্চল যে সব প্রতিকূল প্রভাব ও ঝুঁকিতে রয়েছে-সে সব  মোকাবিলা এবং অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন এবং প্রাকৃতিক পরিবেশ নিরাপত্তা রক্ষা করা উচিত। জলবায়ু পরিবর্তনের সঙ্গে ইতিবাচকভাবে খাপ খাওয়ানো বাস্তব ও জরুরি কাজ।

 

চাও ইং মিন বলেছেন, দেশের অভ্যন্তরীণ জলবায়ু পরিবর্তন মোকাবিলা করার পাশাপাশি চীন এ বিষয়ে আন্তর্জাতিক সহযোগিতা চালাচ্ছে। পাশাপাশি, ক্ষুদ্র উন্নত দেশগুলোকে সহযোগিতা করছে চীন। তবে, দীর্ঘকাল ধরে উন্নয়নশীল দেশগুলো অর্থ, প্রযুক্তি ও ক্ষমতার উন্নয়নসহ যে বিষয়গুলোর ওপর সবচেয়ে বেশি নজর রাখে-সে সব বিষয়ে কাজ ধীরে হচ্ছে।

 

তিনি বলেন, উন্নত দেশগুলো উন্নয়নশীল দেশগুলোকে প্রতিবছর ১০ হাজার কোটি মার্কিন ডলার অর্থ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে, তাও বাস্তবায়ন হয়নি। উন্নত দেশগুলোর প্রতি প্রয়োজনীয় দায়িত্ব পালন করে উন্নয়নশীল দেশগুলোর মানিয়ে নেওয়ার অভিযানকে আর্থিক সহযোগিতা জোরদার করার আহ্বান জানায় চীন।

 

(রুবি/এনাম/শিশির)