অক্টোবরে যুক্তরাষ্ট্রে সিপিআই বেড়েছে ০.৪ শতাংশ
2022-11-11 15:52:32

নভেম্বর ১১: যুক্তরাষ্ট্রের শ্রম মন্ত্রণালয় গতকাল (বৃহস্পতিবার) জানায় যে, অক্টোবর মাসে যুক্তরাষ্ট্রের ভোক্তা মূল্যসূচক (সিপিআই) ছিল গত মাসের চেয়ে ০.৪ শতাংশ বেশি এবং গত বছরের একই সময়ের তুলনায় ৭.৭ শতাংশ বেশি।

 

বিশ্লেষকরা মনে করেন, অক্টোবর মাসে যুক্তরাষ্ট্রের সিপিআই বৃদ্ধি বাজারের প্রত্যাশিত লক্ষ্যের চেয়ে কম ছিল, মুদ্রাস্ফীতি পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে বলে তাতে প্রমাণিত হয়। কিন্তু এক বছর আগের একই সময়ের চেয়ে বৃদ্ধির হার এখনও ফেডারেল রিজার্ভ কর্তৃক নির্ধারিত ২ শতাংশের অনেক বেশি, যা ফেডারেল রিজার্ভকে আর্থিক নীতি আঁটসাঁট করায় উত্সাহিত করতে পারে।

 

তা ছাড়া, এটি যুক্তরাষ্ট্রে শক্তিশালী কর্মসংস্থান বৃদ্ধির চাহিদাকে সমর্থন করে এবং মুদ্রাস্ফীতির গতিবেগ অল্প সময়ের মধ্যে ঠিক করা কঠিন হতে পারে।

লিলি/এনাম/রুবি