কফি হাউসের আড্ডা: শামিমা সরকারের চোখে শাংহাই আমদানি মেলা
2022-11-11 19:02:02

চীনের আন্তর্জাতিক আমদানি মেলা গত ৪ থেকে ১০ নভেম্বর শাংহাইয়ে অনুষ্ঠিত হয়। এবারের মেলার কোন কোন পণ্য ও সেবা বেশি আকর্ষণীয়? জানতে চাইলে আড্ডা দিচ্ছি শামিমা সরকারের সঙ্গে। সম্প্রতি তিনি নিজেই আমদানি মেলায় পরিদর্শন করেন। শামিমা সরকার বর্তমানে শাংহাইয়ের একটি বিদেশী টেক্সটাইল কম্পানিতে কর্মরত আছেন। এর আগে তিনি শাংহাইয়ের তুংহয়া বিশ্ববিদ্যালয়ের বস্তুগত বিজ্ঞান ও প্রকৌশল বিষয়ে মাস্টারস ডিগ্রি লাভ করেন। চলুন, শামিমা সরকারের সঙ্গে আড্ডা দিয়ে জেনে নেওয়ার চেষ্টা করি।