জলবায়ু পরিবর্তন মোকাবিলায় দৃঢ়প্রতিজ্ঞ চীন
2022-11-11 14:07:15

নভেম্বর ১১: গতকাল (বৃহস্পতিবার) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র চাও লি চিয়ান এক নিয়মিত সাংবাদিক সম্মেলনে বলেছেন, চীন ও মার্কিন জলবায়ু-বিষয়ক বিশেষ দূতগণ অনানুষ্ঠানিক যোগাযোগ বজায় রাখছেন। দ্বিপাক্ষিক জলবায়ু-বিষয়ক আলোচনায় চীনের অবস্থান কখনো পরিবর্তন হয়নি। চীন প্রাকৃতিক সভ্যতার অনুশীলনকারী ও জলবায়ু পরিবর্তন মোকাবিলাকারী দেশ।

 

চীনা মুখপাত্র চাও বলেন, গত ১০ বছরে জ্বালানি সম্পদ সাশ্রয়, কার্যকারিতা উন্নীত করা, নতুন ব্যবহৃত জ্বালানি সম্পদ উন্নয়নসহ বিভিন্ন খাতে ব্যাপক অবদান রেখেছে চীন, যা বিশ্বের মোট পরিমাণের ৩০ থেকে ৫০ শতাংশ।

 

তিনি বলেন, সিপিসি’র ২০তম জাতীয় কংগ্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, চীন সক্রিয় ও সুষ্ঠুভাবে কার্বন নিরপেক্ষতার লক্ষ্য বাস্তবায়ন করবে এবং সক্রিয়ভাবে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় প্রচেষ্টা চালাবে। তা থেকে বোঝা যায়, সবুজ ও পরিচ্ছন্ন উন্নয়নে চীনের দৃঢ় প্রতিজ্ঞা রয়েছে। সঙ্গে সঙ্গে উন্নত দেশগুলো যত দ্রুত সম্ভব ১০০ বিলিয়ন মার্কিন ডলার প্রদানের প্রতিশ্রুতি মেনে চলবে বলে আশা করে বেইজিং, যাতে জলবায়ু পরিবর্তনের সহযোগিতায় যৌথভাবে প্রয়াস চালানো যায়। (সুবর্ণা/এনাম/রুবি)